প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন থাকছে রমনা পার্কে। অনেক মানুষের সমাগম হবে বলে ধারণা। এই হাজারো মানুষের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত ১২ এপ্রিল বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, রমনা পার্কের প্রবেশ পথগুলো হলো- রমনা রেস্তোরাঁ গেট, অস্তাচল গেট (শিশু পার্কের বিপরীতে), অরুণোদয় গেট (সুগন্ধার বিপরীতে), শ্যামলীমা গেট (কাকরাইল মসজিদের দক্ষিণে), স্টার গেট (মৎস্য ভবন ক্রসিং) ও নতুন গেট (বৈশাখী অস্তাচল গেটের মাঝামাঝি)।
পার্ক থেকে বের হওয়ার পথগুলো হলো- উত্তরায়ন গেট (মিন্টো রোডের পশ্চিম প্রান্ত) ও বৈশাখী গেট (আইইবি’র বিপরীতে) ব্যবহার করতে পারবেন। প্রবেশের নির্ধারিত শেষ সময়ের পর রমনা পার্কের সব গেট বের হওয়ার গেট হিসেবে ব্যবহার করে দর্শনার্থীরা বের হতে পারবেন।
এছাড়াও রমনা পার্কে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তা হচ্ছে, ছায়ানটের শিল্পী ও কলাকুশলীরা রমনা রেস্তোরাঁ গেট দিয়ে এবং সকাল ৬টা পর্যন্ত বৈশাখী গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।
রমনা পার্কের ভেতরে প্রবেশ এবং বাহির গেটগুলো চিহ্নিত করে ‘প্রবেশ গেট’ এবং ‘বাহির গেট’ লেখা বড় আকারের অ্যারো সাইনের ডিজিটাল ব্যানার/সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন করা হবে। রমনা পার্কে পর্যাপ্ত তল্লাশির মাধ্যমে আগত দর্শনার্থীসহ সকলকে ভিতরে প্রবেশ করতে হবে। এছাড়া রমনা পার্কের ভিতরে ও বাইরে পুলিশের পোশাকে এবং সাদা পোশাকে সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।