X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

যে পথ দিয়ে প্রবেশ ও বাহির রমনা পার্কে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৮, ০৩:২৮আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ০৩:৩০
image

যে পথ দিয়ে প্রবেশ ও বাহির রমনা পার্কে

প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন থাকছে রমনা পার্কে। অনেক মানুষের সমাগম হবে বলে ধারণা। এই হাজারো মানুষের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত ১২ এপ্রিল বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। 

 

নির্দেশনা অনুযায়ী, রমনা পার্কের প্রবেশ পথগুলো হলো- রমনা রেস্তোরাঁ গেট, অস্তাচল গেট (শিশু পার্কের বিপরীতে), অরুণোদয় গেট (সুগন্ধার বিপরীতে), শ্যামলীমা গেট (কাকরাইল মসজিদের দক্ষিণে), স্টার গেট (মৎস্য ভবন ক্রসিং) ও নতুন গেট (বৈশাখী অস্তাচল গেটের মাঝামাঝি)।

পার্ক থেকে বের হওয়ার পথগুলো হলো- উত্তরায়ন গেট (মিন্টো রোডের পশ্চিম প্রান্ত) ও বৈশাখী গেট (আইইবি’র বিপরীতে) ব্যবহার করতে পারবেন। প্রবেশের নির্ধারিত শেষ সময়ের পর রমনা পার্কের সব গেট বের হওয়ার গেট হিসেবে ব্যবহার করে দর্শনার্থীরা বের হতে পারবেন। 

এছাড়াও রমনা পার্কে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তা হচ্ছে, ছায়ানটের শিল্পী ও কলাকুশলীরা রমনা রেস্তোরাঁ গেট দিয়ে এবং সকাল ৬টা পর্যন্ত বৈশাখী গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।

রমনা পার্কের ভেতরে প্রবেশ এবং বাহির গেটগুলো চিহ্নিত করে ‘প্রবেশ গেট’ এবং ‘বাহির গেট’ লেখা বড় আকারের অ্যারো সাইনের ডিজিটাল ব্যানার/সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন করা হবে। রমনা পার্কে পর্যাপ্ত তল্লাশির মাধ্যমে আগত দর্শনার্থীসহ সকলকে ভিতরে প্রবেশ করতে হবে। এছাড়া রমনা পার্কের ভিতরে ও বাইরে পুলিশের পোশাকে এবং সাদা পোশাকে সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

আরজে/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন আমের মোরব্বা
যেভাবে বানাবেন আমের মোরব্বা
নাসির-তামিমার মামলা অন্য আদালতে বদলি
নাসির-তামিমার মামলা অন্য আদালতে বদলি
হোয়াইট হাউজে প্রথম ১০০ দিন: বিশ্বব্যবস্থাকে কি নড়বড়ে করে দিচ্ছেন ট্রাম্প?
হোয়াইট হাউজে প্রথম ১০০ দিন: বিশ্বব্যবস্থাকে কি নড়বড়ে করে দিচ্ছেন ট্রাম্প?
বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন
বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস