বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশের ‘উন্মুক্ত ডাটা দিবস ২০২০।’
ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের আউটরিচ প্রোগ্রাম এক্সিস এমআইএল (মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি) ৯ মার্চ বিকেল চারটায় মোহাম্মদপুর অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগী আয়োজক হিসেবে ছিল ডাটাফুল এবং সেকমিড।
সাংবাদিকতা এবং রিসার্চের ক্ষেত্রে ডাটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই উন্মুক্ত ডাটার প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন এমএসজে বিভাগের সংযুক্ত অধ্যাপক আমিনুল ইসলাম। এরপর ডাটাফুল থেকে পলাশ দত্ত এবং সেকমিড থেকে সৈয়দ কামরুল ডাটা বিষয়ক বক্তব্য রাখেন।
উন্মুক্ত ডাটা দিবসের আলোচনা শেষে প্যানেলিস্টরা উপস্থিত দর্শকদের ডাটা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
সবশেষে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর ড. জুড উইলিয়াম হেনিলো সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসজে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরাও।