X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

উত্তরায় ঢাবির বাসে হামলা, ছাত্র সংগঠনগুলোর নিন্দা

ঢাবি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ২০:৫৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২২:২২

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিবহন বাস ‘ক্ষণিকা’য় ভাঙচুর চালিয়েছে একদল শিক্ষার্থী। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্রদল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে ক্ষণিকা বাসে এ ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। এ ঘটনায় বাসচালকসহ একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা বর্তমানে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) দেওয়া এক বিবৃতিতে  বলা হয়,  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুরগামী ‘ক্ষণিকা’ বাস উত্তরার আজমপুর অতিক্রমকালে শিক্ষার্থীরূপী একদল সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা হাতে বাসের কাঁচ ভেঙে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থী, বাসের ড্রাইভারসহ আট থেকে ১০ জন গুরুতর আহত হন। ‍

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা বলেন, আমরা মনে করি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। বিবৃতিতে বলা হয়, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, হামলার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একটি কুচক্রী মহল জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের অভূতপূর্ব ঐক্যে ফাটল সৃষ্টির ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী রেজিমেও শিক্ষার্থীদের মধ্যে অনৈক্যের বীজ বপনের এমন চেষ্টা আমরা দেখেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশে এমন যেকোনও কূটচাল ব্যর্থতায় পর্যবসিত হবে।

এছাড়াও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বিকালে উত্তরার আজমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ বাস রুটে চলাচলরত সাধারণ শিক্ষার্থীদের ওপরে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত নারী শিক্ষার্থীরাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ও পরিবহন কর্মচারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বাসে করে প্রতিদিন নিরাপদে ক্যাম্পাসে যাতায়াত করার চেষ্টা করে, তখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু শিক্ষার পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকেও ইঙ্গিত করে। বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানী ঢাকাসহ দেশের নানান এলাকায় বারবার ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা গেছে। আর এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত হতাশাজনক।

বিবৃতিতে বলা হয়, এসব বিশৃঙ্খলার ছলে কোনও অসাধু গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তদুপরি এসব ঘটনা প্রতিরোধের জন্য জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মানসিক অস্থিরতা নিরসন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও বেশি মাত্রায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করে ছাত্রদল।

/এপিএইচ/
সম্পর্কিত
যুবদল নেতার নেতৃত্বে নাগরিক পার্টির শ্রমিক সমাবেশে হামলা, আহত ১০
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: প্রতিবাদে মানববন্ধন
সর্বশেষ খবর
নোয়াখালীতে লক্ষ্মীপুরের যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা
নোয়াখালীতে লক্ষ্মীপুরের যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
শ্যালক খুনের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন
শ্যালক খুনের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন