X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ঢাবির সুইমিংপুল পুনরায় চালুর দাবি বাগছাসের

ঢাবি প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ২১:৩১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২১:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুল সংস্কার ও পুনরায় চালু এবং বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাবি শাখা।  

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশার কাছে এই স্মারকলিপি দেন বাগছাসের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, ঢাবি বাগছাসের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলমসহ সংগঠনটির একাধিক সদস্য।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঢাবি বাগছাসের পক্ষ থেকে পাঁচ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১। সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা।

২। সুইমিংপুলের সংস্কার কার্যাবলি দ্রুত শেষ করে তা পুনরায় চালু করে দেওয়া।

৩। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।

৪। সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা।

৫। পর্যাপ্ত ইকুইপমেন্ট এবং ট্রেইনারের নিয়োগ বাস্তবায়ন করা 

প্রসঙ্গত, ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠের সামনে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে ২০২৪ সালের ২২ এপ্রিল মারা যান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোয়াদ হক। তারপর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এই সুইমিংপুল।

সুইমিংপুল অফিস সূত্রে জানা যায়, সোহাদ হকের মৃত্যুর পর সুইমিংপুল কর্মচারী, কর্তৃপক্ষ সবাইকে নিয়ে একটা মিটিং হয়। সে মিটিংয়ে সুইমিংপুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তারপর আর কোনও সিদ্ধান্ত এখনও আসেনি। 

২২ এপ্রিল সোহাদের আকস্মিক মৃত্যুর পর সুইমিংপুল ব্যবস্থাপনায় কোনও ত্রুটি আছে কী না এবং সোহাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হলেও এখনও পর্যন্ত সংস্কার কাজ শেষ হয়নি। শেষ হয়নি সোয়াদের মৃত্যুর তদন্তও। ফলে দীর্ঘ ১ বছর ধরে বন্ধ রয়েছে সুইমিংপুলটি।

/এমকেএইচ/
সম্পর্কিত
একদফার সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতিকুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
কলাবাগানের বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার দাবিবাংলা সিনেমার শাবানার মতো ক্ষমা করে দেবো না: ঢাবি ছাত্রদল সভাপতি
সর্বশেষ খবর
নৃশংস অপরাধ, কোনও ন্যায্যতা থাকতে পারে না: কাশ্মীরে হামলার ঘটনায় পুতিন
নৃশংস অপরাধ, কোনও ন্যায্যতা থাকতে পারে না: কাশ্মীরে হামলার ঘটনায় পুতিন
গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় বসছে ঐতিহাসিক জব্বারের বলীখেলার আসর
গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় বসছে ঐতিহাসিক জব্বারের বলীখেলার আসর
কাশ্মীরে হামলা: ভারতের পাশে থাকার বার্তা ট্রাম্পের 
কাশ্মীরে হামলা: ভারতের পাশে থাকার বার্তা ট্রাম্পের 
‘ভেলপুরি খাচ্ছিলাম, এমন সময় সন্ত্রাসীরা স্বামীকে গুলি করলো’
‘ভেলপুরি খাচ্ছিলাম, এমন সময় সন্ত্রাসীরা স্বামীকে গুলি করলো’
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’