ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের এক শিক্ষার্থীর আসন বাতিল ও হল থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে তাকে নগরের মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাদার বখশ হলের প্রাধ্যক্ষ শাহ হোসাইন আহমদ মেহদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ধর্ম অবমাননাকর পোস্ট শেয়ার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের কারণে তার সিট বাতিল করা হলো এবং তাকে হল থেকে বহিষ্কার করা হলো।’
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার ওই শিক্ষার্থী তার ফেসবুক আইডিতে ব্লগার আসাদ নূরের একটি ভিডিও পোস্ট শেয়ার করেন। ওই ভিডিওতে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছিল। মাদার বখশ হলের একজন শিক্ষার্থী ওই পোস্টের স্ক্রিনশট অন্য শিক্ষার্থীদের মেসেঞ্জার গ্রুপে দেন। পরে কয়েকজন শিক্ষার্থী গিয়ে ওই ছাত্রের কক্ষে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীর হলের আসন বাতিল করার সিদ্ধান্ত নেয় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে নগরের মতিহার থানার পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
মাদার বখশ হলের প্রাধ্যক্ষ শাহ হোসাইন আহমদ মেহদী বলেন, ‘অভিযোগের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখেছি। প্রমাণ পাওয়ায় ওই শিক্ষার্থীর হলের আসন বাতিল করে পুলিশে সোপর্দ করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘ওই শিক্ষার্থী আমাদের হেফাজতে রয়েছেন। এখনও লিখিত অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।’