X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ

জাবি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিট, ব্যবসায়ী শিক্ষা অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিট ও আইবিএ-জেইউ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ও আইবিএর পরিচালক অধ্যাপক আইরিন আক্তার।

এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন মাফরুহী সাত্তার ডি ইউনিটের ফলাফলের একটি বিশ্লেষিত চিত্র তুলে ধরেন। এতে দেখা গেছে, এই ইউনিটে ছাত্রীদের পাসের হার প্রথম শিফটে ৪২.২১, দ্বিতীয় শিফটে ৪৫.৬০, তৃতীয় শিফটে ৩৯.১৭, চতুর্থ শিফটে ৩৮.৫৭  ও পঞ্চম শিফটে ৫৫.৫০ শতাংশ।

এ ছাড়াও ছাত্রদের পাসের হার প্রথম শিফটে ৩৮.০২, দ্বিতীয় শিফটে ৪৭.৪৪, তৃতীয় শিফটে ৪৩.০৪ ও চতুর্থ শিফটে ৩৮.২৩ শতাংশ। এবারে ছেলেদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯০৭৬টি। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩৬৪৯ জন এবং পাশ করেছেন ১৪,০০৪ জন। সে হিসাবে গড় পাসের হার ৪১.৭০ শতাংশ।

আইবিএ-জেইউ এর ফলাফলের বিশ্লেষণ করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার। এতে দেখা যায় ছেলেদের পাসের হার ২৮.৫৪ শতাংশ এবং মেয়েদের ২৩.৬৬ শতাংশ। ছেলেদের জিপিএ সহ সর্বোচ্চ নম্বর ৭২.৮০ এবং মেয়েদের জিপিএ সহ ৭৪.৫৮। এবারে ছেলেদের মোট আবেদন সংখ্যা ২৮৩৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২১২২ জন। মেয়েদের মোট আবেদন সংখ্যা ১৮৫৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১২৮৫ জন। ছেলে-মেয়েদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ। ছেলেদের ২৫৪ জন এবং মেয়েদের ২৫০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া ‘ই’ ইউনিটের ফলাফল উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য হাতে আসেনি বলে জানিয়েছেন ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা।

এ সময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ভর্তি পরীক্ষা একটি টিম ওয়ার্ক, আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্রুত তিন দিনের মধ্যে তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় কর্তৃপক্ষ
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত