ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের সভাপতিদের মেদায় শেষ হওয়ায় ওই বিভাগগুলোতে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগগুলো হলো- ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং সোশ্যালওয়েলফেয়ার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের দায়িত্ব পালন করা উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
অফিস আদেশে বলা হয়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফী এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগের সভাপতিদের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য নতুন পাঁচ জন শিক্ষক সভাপতির দায়িত্ব পালন করবেন।