ঐতিহ্যবাহী পোশাক পরিধানের জন্য বুলিং ও যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। লিখিত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থবোধ করছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে দেওয়া অভিযোগপত্র থেকে বিষয়টি জানা যায়।
রেজিস্ট্রার বরাবর দেওয়া অভিযোগপত্রে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সাড়ে ৮টার সময় শহিদ মিনারে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমি এবং আমার এক বান্ধবী আর একজন সিনিয়র (ফটোগ্রাফার) ভাইয়া ছিলেন। সেখানে শহিদ মিনারের উপরের দিকে শুধু আমরাই ছিলাম। ভাইয়া যখন আমাকে ছবি তুলে দিচ্ছিলেন, তখন শহিদ মিনারের নিচ থেকে কিছু সংখ্যক ছেলে আমাকে উদ্দেশ করে বডিশেমিং এবং আমার ঐতিহ্যগত পোশাককে হেয় করে ন্যাক্কারজনক মন্তব্য করে। পরে জানতে পেরেছিলাম সেই সময় ইকোনোমিকস ১৪তম আবর্তন বনাম ১৭তম আবর্তনের ম্যাচ ছিল। তারা বাদে সেন্ট্রাল ফিল্ডে বাড়তি কাউকে দেখা যাই নাই। এই ঘটনার পর থেকে আমি এখনও মানসিকভাবে অসুস্থ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আমরা অভিযোগপত্রটি পেয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের সংশ্লিষ্ট কমিটিকে পাঠিয়ে দিয়েছি৷ তারা তদন্ত সাপেক্ষে আমাদের যা জানাবে, আমরা সে অনুযায়ী পদক্ষেপ নিবো।