X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

পদত্যাগপত্র জমা দিলেন সিকৃবির প্রক্টর ও ছাত্রপরামর্শ পরিচালক

সিকৃবি প্রতিনিধি
১৫ মার্চ ২০২৪, ১৩:০১আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৩:০১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম এবং ছাত্রপরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে এই দুই শিক্ষক পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগ করার কারণ জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম বলেন, ‘পদত্যাগ করার পেছনে অনেক কারণ থাকতে পারে। তবে আমি এই বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু এতটুকুই বলবো যে, আমি আর এই দায়িত্বে থাকতে চাচ্ছি না।’

অপরদিকে, ছাত্রপরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, ‘আমি আসলে দায়িত্ব নেওয়ার সময়ই আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়কে বলেছিলাম আমার ওপর ইতোমধ্যে অনেক দায়িত্ব রয়েছে। সার্জারি অ্যান্ড থেরিওজোনোলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি আমাকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে। সব মিলিয়ে আমি আসলে এতগুলো দায়িত্ব পালন করতে গিয়ে কুলিয়ে উঠতে পারছি না। তাই এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া।’

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রপরামর্শ দফতরের পরিচালকের মতো অতি গুরুত্বপূর্ণ দুটি পদে থাকা ব্যক্তির একই সঙ্গে পদত্যাগপত্র জমা দেওয়ার পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে আমার ব্যাপারটাই বলতে পারবো। আমার পক্ষে একা এত কাজের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। অন্য কারো বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারবো না।’

এদিকে, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পিংকু ধর জানান, ওনারা বুধবার (১৩ মার্চ) পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনও এটির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মব’ সৃষ্টি করে প্রধান শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগে স্বাক্ষর
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
সাউথ বাংলা ব্যাংকের এমডির পদত্যাগ
সর্বশেষ খবর
ছয় দফা দাবিতে আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
ছয় দফা দাবিতে আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠিত
আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠিত
ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান
ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা