গত ৫ নভেম্বর শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ ম্যাচ খেলেছে তিনটি। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে বরণ করতে হয় শোচনীয় পরাজয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে খেলছে টাইগাররা।
আজ জিততে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে পারে বাংলাদেশ। আর খেলা প্রিয় বাঙালি এখনও আশা রাখতে চায় ভালো কিছুর। সে জন্যই তারা উদগ্রীব হয়ে আছে ভারতের বিপক্ষে জয় দেখার। দর্শকদের আশা জাগাচ্ছে গত এশিয়া কাপে ভারতকে হারানোর সেই স্মৃতি।
বিশ্বকাপের মতো বড় আসর মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও হলে হলে উন্মাদনা-উত্তেজনা। এবারও তার ব্যতিক্রম নয়। টিএসসিতে রয়েছে জায়ান্ট স্ক্রিনে দেখার ব্যবস্থা। আর হলে হলে টিভি রুমেও বয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ঝড়। বাংলাদেশ বাউন্ডারি, ওভার বাউন্ডারি হলেই টাইগার ভক্তরা কাঁপিয়ে তুলছেন হল টিভি রুম, টিএসসি প্রাঙ্গণ।
বৃহস্পতিবার সরেজমিন দেখা যায় এসব চিত্র। স্যার এ এফ রহমান হলে খেলা উপভোগ করছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী নাহিদ হোসেন। তিনি বলেন, ‘ভারত এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার। তারা খুবই শক্তিশালী দল বলার অপেক্ষা রাখে না। তবে আমরা বিশ্বাস করি, তাদের হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে। এইতো গত এশিয়া কাপে তাদের আমরা হারিয়েছি, তা এখনও জ্বলজ্বল করে চোখে ভাসছে।’
মাস্টার দা সূর্য সেন হলে খেলা দেখার সময় কথা হয় আরাফাত চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘আগে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য এভাবে উদগ্রীব হয়ে বসে থাকতাম। আর এখন বাংলাদেশ-ভারত ম্যাচ দেখার জন্য বসে থাকি। ভারত-পাকিস্তান ম্যাচের আগের সেই উন্মাদনা এখন আর নেই। এখন তা রয়েছে বাংলাদেশ-ভারতের ম্যাচে। এখন ভারতের সঙ্গে ম্যাচ হলেই জমে উঠে।’
টিএসসিতে খেলা দেখতে আসা সোহেল রহমান বলেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশ ভালো কিছু করবে। ভারতের বিপক্ষে জেতা সম্ভব। আমার বিশ্বাস, আমরা জিতবো। তাদের বিপক্ষে আমরা জিতেছি ২০০৭ বিশ্বকাপেও। সেই ২০০৭ আজ আবারও দেখবো বলে আমার বিশ্বাস। সেই প্রত্যাশাই খেলা দেখছি।’