X
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

হলের সিট সংকট দূর করাসহ ৪ দফা দাবিতে জাবি ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

জাবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩, ০১:২৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০১:২৭

হলের সিট সংকট দূর করাসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ। বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় উপাচার্যের কক্ষে গিয়ে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

স্মারকলিপির দাবিগুলো হলো, অবিলম্বে নতুন হলগুলো চালু করে শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করে ক্লাস শুরু করা, অবৈধ শিক্ষার্থীদের বের করতে কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করা, গেস্টরুম ও র‌্যাগিং সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং শেখ রাসেল ও ফজিলাতুন্নেছা হলের গ্যাস লাইন চালুসহ নতুন যে হলগুলো চালু করা হবে সেগুলোতে গ্যাসের সুবিধা নিশ্চিত করে চালু করা।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আবাসিক অবস্থা পুনর্প্রতিষ্ঠার জন্য নতুন করে ছয়টি হল নির্মাণ করা হয়েছে। দুইটি হল অপূর্ণাঙ্গভাবে চালু করা হলেও বাকিগুলো চালু করতে পারেনি কর্তৃপক্ষ। নতুন হলগুলোতে নেই গ্যাস সংযোগ ও পর্যাপ্ত লোকবল। শিক্ষার্থীদের খাদ্যের সহজলভ্যতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত গ্যাস সংযোগের ব্যবস্থা করতে না পারাটা শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আবাসিক হলগুলোতে ছাত্রত্ব শেষ হওয়া অসংখ্য অছাত্র অবস্থান করছে। ফলে সিট সংকট ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

এতে আরও বলা হয়, গেস্টরুম ও র‍্যাগিং নামক অপসংস্কৃতি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। অনেক আশা আর স্বপ্ন নিয়ে হলে ওঠা একজন নতুন শিক্ষার্থীর কাছে এ সংস্কৃতির কারণে বিশ্ববিদ্যালয়কে নরক সমান মনে হয়। ফলে শুরুতেই তাদের সকল আশা হতাশায় পরিণত হয়। গেস্টরুমে নির্যাতন কিংবা র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগের ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকায় উঠে এসেছে।

স্মারকলিপি দেওয়ার সময় জাবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য অধ্যাপক নূরুল আলম স্মারকলিপিতে উল্লেখিত দাবি দ্রুততম সময়ের মধ্যে পূরণ করার আশ্বাস দেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়ন নেতারা।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিয়ালের হারের সুযোগ নিতে পারেনি বার্সা
রিয়ালের হারের সুযোগ নিতে পারেনি বার্সা
সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ
সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ
যাত্রাবাড়ীতে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ
যাত্রাবাড়ীতে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ
পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের জয়ে ওয়ার্নকে পেছনে ফেললেন স্যামসন
পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের জয়ে ওয়ার্নকে পেছনে ফেললেন স্যামসন
সর্বাধিক পঠিত
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী
রফতানিতে সংকট নয়, সম্ভাবনা হিসেবেই দেখছে সরকার
রফতানিতে সংকট নয়, সম্ভাবনা হিসেবেই দেখছে সরকার
৫৫ বছর বয়সে বিয়ে, এক মাস পর ডাকাতের হাতে প্রাণ গেলো প্রবাসীর
৫৫ বছর বয়সে বিয়ে, এক মাস পর ডাকাতের হাতে প্রাণ গেলো প্রবাসীর