X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শিক্ষকদের সঙ্গে রাবি ছাত্রলীগ সভাপতির অসদাচরণের অভিযোগ

রাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফোকলোর বিভাগের কয়েকজন শিক্ষক।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ফোকলোর বিভাগ। অনুষ্ঠান শুরুর কয়েক মিনিটের মাথায় দর্শক সারিতে থাকা ছাত্রলীগ কর্মী সৌমিক ও আতিকের নেতৃত্বে কয়েকজন প্লাস্টিকের চেয়ার ভাঙচুর শুরু করেন। পরে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে যায়। তবে সৌমিক ও আতিককে আটক করে বিভাগের শিক্ষার্থীরা। পরে এই দুজনকে বিভাগের অফিসে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া। তিনি আটককৃতদের প্রক্টর দফতরে নিয়ে যাওয়ার কথা বলে সেখান থেকে বের করে নিয়ে যান।

অভিযুক্ত সৌমিক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক। এছাড়া আতিক একই সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

শিক্ষকদের সঙ্গে রাবি ছাত্রলীগ সভাপতির অসদাচরণের অভিযোগ

এ বিষয়ে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের শিক্ষার্থীরা তাদের দুইজনকে আটক করে বিভাগে নিয়ে আসে। পরে সহকারী প্রক্টর, পুলিশ, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের কাছে চেয়ার ভাঙচুরের কারণ জানতে চায়। তবে তথ্য দেওয়ার আগেই ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া তাদের বের করে নিয়ে যায়। কিবরিয়া জানায়, দুই জনকে প্রক্টর অফিসে নিয়ে যাচ্ছে। অথচ আমরা প্রক্টর অফিস গিয়ে তা বন্ধ পাই।

ঘটনাটি পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, এটা পরিকল্পিত ঘটনা। আমরা লিখিত অভিযোগ দিয়েছি। তদন্ত কমিটিতে যেন সব সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে আমরা উপাচার্য স্যারের সঙ্গে দেখা করবো।

এ বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা প্রক্টরিয়াল বডির কোনও শিক্ষার্থীর গায়ে হাত তোলার অধিকার নেই। আমি ফোকলোর বিভাগে গেলে ওখানে আমাকে অপদস্ত করা হয়। পরে বিভাগের শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে আমি ওই দুই শিক্ষার্থীকে নিয়ে আসি। এ ঘটনায় যদি তারা কোনও দোষ-ত্রুটি করে থাকে তাহলে আমি তাদের প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যাবো।

শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

এদিকে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানবন্ধন করেছে ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে ফোকলোর বিভাগের অধ্যাপক মোবাররা সিদ্দিকা বলেন, গতকাল বিভাগের অনুষ্ঠানে যে হামলা হয়েছে, সেখানে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। গতকালের এই আক্রমণ, বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের ওপর আক্রমণ। এর সাথে জড়িতদের খুঁজে বের করতে হবে। যদি কোনও অশুভ শক্তি সাংস্কৃতির চর্চাকে ব্যাহত করতে চায় এবং এই ঘটনা যদি হয় তার বোনা বীজ, তবে এই বীজকে অঙ্কুরেই বিনষ্ট করতে প্রশাসনের কাছে জোড় দাবি জানাচ্ছি।
 
বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় বিভাগের অনুষ্ঠানে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। কাউকে চিহ্নিত করতে বলিনি, আমরা ইতোমধ্যে দুজনকে চিহ্নিত করে দিয়েছি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সৌমিক ও ইসলামিক স্টাডিজ বিভাগের আতিকসহ বিশ্ববিদ্যালয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের মুখোশ উন্মোচন করে যথোপযুক্ত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনকের সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান, অধ্যাপক আকতার হোসেন, অধ্যাপক রওশন জাহিদ, সহযোগী অধ্যাপক অনুপম হীরা মণ্ডল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকরাম উল্লাহ প্রমুখ। এসময় বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি, আহত ৪
সর্বশেষ খবর
গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল
গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল
সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের, প্রশ্ন রিজভীর
সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের, প্রশ্ন রিজভীর
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশ
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশ
কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত