X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

বিজয়ের সাজে বর্ণিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 

তৌসিফ কাইয়ুম, রাবি
১৬ ডিসেম্বর ২০২১, ০৪:১৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৪:১৬

বুধবার (১৫ ডিসেম্বর) শীতের রাত উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে কয়েকশ লোকের ভিড়। নানা শ্রেণি-পেশার মানুষ; সবার চোখেমুখে আনন্দ আর উচ্ছ্বাস। সবার অপেক্ষা, কখন আসবে ১৬ ডিসেম্বর! ১ লাখ ৪৭ হাজার বর্গমাইলের সবুজ বাংলাদেশ তার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করবে। ঘড়ির কাটা ১২টা ১ মিনিটে পৌঁছাতেই আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে উঠে শহীদ মিনার ও তার আশপাশের এলাকা। এই যেন বিজয়ের আলোতে আলোকিত পুরো ক্যাম্পাস।

আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তীর উৎসব শুরু করেছে রাবি প্রশাসন। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ভোরে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সকালে রাবি প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করবে বলে জানিয়েছে জনসংযোগ দফতর।

প্রতিবছর বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে আলোকসজ্জা করা হলেও এবার বাহারি রকমের আলোকসজ্জা ও বর্ণিল সাজে সাজানো হয়েছে। ৭৫৩ একর ক্যাম্পাসের সৌন্দর্য অন্যরকম করে ফুটিয়ে তোলা হয়েছে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে শহীদ ড. জোহার মাজার চত্বর, প্রশাসন ভবন, বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড লাল সবুজের পতাকা আর লাল-নীলের আলোকসজ্জায় আচ্ছাদিত। শহীদ ড. জোহা চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সড়কটিও বাদ যায়নি। সেজেছে শিল্পির তুলিতে আঁকা রঙ-বেরঙের আলপনায়। শুধু ক্যাম্পাসের অংশগুলোই নয়; আবাসিক হলগুলোতেও ছুঁয়েছে বিজয়ের ছোঁয়া। প্রতিটি হলকে লাল-নীল আলোয় সাজানো হয়েছে। 

শীত উপেক্ষা করে সুবর্ণজয়ন্তীর আতশবাজির এই উৎসবে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। প্রকাশ করেছেন উচ্ছ্বাস। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফিন রিয়াদ বলেন, গত কয়েক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে এমন জাঁকজমক আয়োজন হয়নি। এবার অন্যরকম আয়োজন। তাই আনন্দটাও বেশি।

কেবল বর্ণিল সাজেই নয়, বিজয় দিবসের দিনটিকে ঘিরে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অন্যান্য সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, রাজনৈতিক সংগঠনের নানা কর্মসূচি। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৬টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন হলের পক্ষ থেকে শহীদ মিনারে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর একে একে বিভিন্ন বিভাগ, সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবে।

সকাল ১০টায় শেখ কামাল স্টেডিয়ামে সুবর্ণজয়ন্তী, মুজিব জন্মশতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত হবে। সাড়ে ১০টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা ৪৫ মিনিটে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন প্রাঙ্গণে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা। বেলা ১১টা থেকে শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষক, অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হবে। 

এরপর বিকাল ৪টায় সব বিভাগ ও ইনস্টিটিউট, হল প্রশাসন এবং শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠন প্রধানমন্ত্রীর অনলাইনে উপস্থিতিতে রাবি কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ পাঠে অংশ নেবেন। বিকাল ৪টা ১০ মিনিটে একই স্থানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

/এএম/ইউএস/
টাইমলাইন: বিজয়ের ৫০
১৬ ডিসেম্বর ২০২১, ১৯:০০
১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০
১৬ ডিসেম্বর ২০২১, ১০:০০
১৬ ডিসেম্বর ২০২১, ০৯:০০
১৬ ডিসেম্বর ২০২১, ০৪:১৬
বিজয়ের সাজে বর্ণিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 
১৬ ডিসেম্বর ২০২১, ০০:০১
সম্পর্কিত
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বশেষ খবর
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সমকালীন ফিলিস্তিনি গল্পনুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক
বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক
চুরি হওয়া ১০৫ মিটার তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার
চুরি হওয়া ১০৫ মিটার তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন