X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

চবির ‘সেকেলে’ দাফতরিক কাজে শিক্ষার্থীদের ভোগান্তি

নবাব আব্দুর রহিম, চবি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৩

অনলাইন ডাটাবেজ আর মোবাইল ব্যাংকিংয়ের যুগেও সেকেলে পদ্ধতিতে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন কার্যক্রম। ভর্তি, পরীক্ষার ফরম ফিলাপ কিংবা অন্যান্য কাজের জন্য দীর্ঘ সারি আর অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তির কাজ ছাড়া ওয়েবসাইটেরও কোনও সুবিধা মিলছে না।

এ অবস্থায় নানা বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। অথচ পরিকল্পনা গ্রহণ করলে তথ্যপ্রযুক্তির যুগে হাতের নাগালেই সব সুবিধা পাওয়া যেতো। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিনের এই দুর্ভোগকে আমলেই নিচ্ছে না কর্তৃপক্ষ।

সম্প্রতি বেশ কয়েকটি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হয়। অন্যান্য বিভাগগুলোও পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। একইসঙ্গে চলছে ফরম ফিলাপ ও ব্যাংকে টাকা জমা দেওয়ার কাজ। এসব কাজে বিভাগের দফতরে সৃষ্টি হচ্ছে জটলা, ব্যাংকে দীর্ঘ সারি।

চবির অগ্রণী ব্যাংকের শাখায় সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা একটু আশ্রয় খুঁজছেন যাতে ব্যাংকের রশিদ রেখে তা পূরণ করা যায়। পাশেই কয়েকটি বুথ জুড়ে দীর্ঘ সারি। এক ব্যাংকের শাখায় তা সামাল দেওয়া দুষ্কর।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজনীন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনার অজুহাতে বিশ্ববিদ্যালয় বন্ধ। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। অথচ বিভাগ আর ব্যাংকে এসে মনে হলো কোনও গুরুত্ব নেই। এই কাজগুলো তো অনলাইনেও করা যেতো। বিশ্ববিদ্যালয় ছাড়া সবকিছুই তো এখন অনলাইনের আওতায়। বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে, তার কোনও কাজ দেখছি না।’

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুজন বলেন, ‘পরীক্ষার দুই সপ্তাহ আগে এখন বিভাগ, হল আর ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমরা চাই অনলাইনভিত্তিক পরীক্ষার ফরম ফিলাপ কার্যক্রম চালু হোক। ব্যাংকে টাকা জমার এই ঝুঁকিপূর্ণ এবং সময়সাপেক্ষ পদ্ধতির পরিবর্তে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়ার ব্যবস্থা করা হোক। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কিত সব প্রক্রিয়ায় ডিজিটালাইজেশন আনা হোক। ইতোমধ্যে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এসব সুবিধার আওতায় এসেছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম মনিরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ক্রমান্বয়ে ডিজিটাল হচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডিজিটাল না হতে পারছি ততক্ষণ পর্যন্ত এই কষ্ট করতে হবে। তবে এই প্রক্রিয়াটি কতদিনে আধুনিকায়নের আওতায় আসবে তা জানাতে পারেননি তিনি।’

চবি আইসিটি সেলের পরিচালক খায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি ডিজিটালাইজ হওয়া জরুরি। আমরাও মাস দুয়েক আগে থেকে নিজেদের মধ্যে আলোচনা করেছি। ফি জমা দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। যত দ্রুত সম্ভব এটি ডিজিটালাইজেশনের আওতায় আসবে। তার সঙ্গে ফরম ফিলাপের বিষয়টিও আধুনিকায়ন করা হবে। তবে এতে বিভিন্ন দফতরের সম্পর্ক আছে, তাই একটু সময় লাগতে পারে।’

/এএম/
সম্পর্কিত
চবির ৫ শিক্ষার্থীকে অপহরণ: প্রতিবাদে সড়ক অবরোধ
২০ ঘণ্টা ধরে অনশনে চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বশেষ খবর
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
বন্দরে নষ্ট হচ্ছে পণ্য, বড় লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের
টেকনাফ-মংডু রুটেও বন্ধ রফতানিবন্দরে নষ্ট হচ্ছে পণ্য, বড় লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের
যৌথ অভিযানে কুলাউড়ার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
যৌথ অভিযানে কুলাউড়ার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য