X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

চবি শিক্ষকের বাসায় ভাড়াটিয়া ছাত্রীদের আসবাব চুরি, দায় বিড়ালের!

চবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ১৮:০১আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৮:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক আ.ন.ম. আব্দুল মুক্তাদিরের বাসায় ভাড়াটিয়া ছাত্রীদের জামাকাপড়সহ বিভিন্ন আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাসায় এই চুরির ঘটনায় বিড়ালের উপর দায় চাপিয়েছেন অভিযুক্ত শিক্ষক। এমনকি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো শিক্ষার্থীদের হয়রানি করেছেন তিনি। 

আব্দুল মুক্তাদিরের বাসা

এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রীরা প্রক্টর বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অনেকগুলা অভিযোগ ছিল। আমরা বিষয়টা সমাধানের চেষ্টা করছি। আশা করি দ্রুত আমরা সমাধান করতে পারবো।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘করোনার ছুটিতে বাড়ি চলে যাওয়ার দীর্ঘদিন পর দরকারী জিনিসপত্র নেওয়ার জন্য কুমিল্লা থেকে ক্যাম্পাসে আসি। কিন্তু বাসায় ঢুকতে চাইলে বাসা মালিক মুক্তাদির বকেয়া উসুল করিয়ে প্রায় এক ঘন্টা পর বাসায় ঢুকতে দেয়। এ সময় ৪০ শতাংশ ভাড়া মওকুফের নোটিশ তিনি মানেননি।’ 

তারা বলেন, ‘আমরা যাওয়ার সময় আমাদের বিছানা ও জিনিসপত্র সব গুছিয়ে রেখে গিয়েছিলাম। কিন্তু গতকাল এসে দেখি বাসার সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। বাসার সিলিংফ্যান, মাল্টিপ্লাগ, ছাতাসহ আরও অনেক ব্যবহারের জিনিস আমরা আসার পর খুঁজে পাচ্ছি না। এ নিয়ে আমরা তাৎক্ষণিক বাড়িওয়ালাকে জানালে উনি বললেন এসব বিড়ালের কাজ। অথচ বাসার দরজা জানালা সবকিছু বন্ধ ছিল৷ বিড়াল প্রবেশের প্রশ্নই আসে না।’

অভিযুক্ত সাবেক চবি শিক্ষক আ.ন.ম. আব্দুল মুক্তাদিরের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।

এর আগে বিভিন্ন সময়ে ভাড়াটিয়া ছাত্রীদের হয়রানির অভিযোগে আলোচনায় এসেছিলেন আব্দুল মুক্তাদির। গত ৬ জুলাই  রাতে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী ওই বাসায় প্রবেশ করতে চাইলে তাদেরকে ছুরি নিয়ে ধাওয়া করেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর অভিযোগ দায়ের করলে প্রক্টরিয়াল বডি বিষয়টি মিটমাট করেন। এছাড়া গত বছর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় বাসায় ভর্তি পরীক্ষার্থীদের আশ্রয় দিলেই জনপ্রতি ৫০০ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মগবাজারে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা
মগবাজারে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা
চীনের ওপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প
চীনের ওপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প
খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না: ফরহাদ মজহার
বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না: ফরহাদ মজহার
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০