X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

বাংলা সাহিত্যগুলোকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে: সেলিনা হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ২৩:৫৬আপডেট : ১২ মে ২০২৩, ২৩:৫৬

আমাদের সাহিত্যগুলোকে অনুবাদের ব্যবস্থা করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

শুক্রবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অমর প্রকাশনী আয়োজিত ছয়টি গ্রন্থের প্রকাশনা উৎসব, সংগীত ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিনা হোসেন বলেন, চল্লিশ বছর ধরে বাংলা একাডেমিতে কাজ করছি। তখন বহুবার বলেছি আমাদের সাহিত্যগুলোকে অনুবাদ করার ব্যবস্থা করুন। কিন্তু তখন যারা বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন তারা সেটা গুরুত্বের সঙ্গে নেয়নি। যদি গুরুত্ব দিতো তাহলে ৪৭ পরবর্তী যারা লিখেছেন সৈয়দ ওয়ালীউল্লাহ, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, কবি শামসুর রাহমান, আল মাহমুদ এদের সবার সাহিত্য নিয়ে আমাদের বড় একটা অর্জন হতো।

তিনি বলেন, আমরা সেই জায়গাটি ধারণ করি নাই ইচ্ছে করে। কিন্তু এখন আমি বলতে চাই এই জায়গাটি ধারণ করে আমাদের সমাজের বিত্তশালী মানুষের সহায়তায় সাহিত্যগুলোকে অনুবাদের ব্যবস্থা করে বিশ্ববাসীর কাছে সেগুলো পৌঁছে দিতে হবে। বিশ্ববাসী দেখুক আমাদের সাহিত্যের শক্তি কতটুকু।

তিনি আরও বলেন,  ২০১৯ সালে যখন ইউনেস্কো আমাদের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল সে সময় আমি আমেরিকায় উপস্থিত ছিলাম। তখন আমাকে আমেরিকান সাহিত্যিকরা বলেছিল আপনারা তো আপনাদের সাহিত্যগুলোকে অনুবাদ করেন না। আপনাদের একটি দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিন করা হয়েছে কিন্তু যদি সাহিত্যগুলোকে অনুবাদ না করেন তাহলে বিদেশি পাঠকরা কী করে বুঝবে যে আপনাদের সাহিত্যের মর্যাদা কী, আপনাদের লেখকদের কত বড় অর্জন আছে। এই জন্য সবকিছুকে মিলিয়ে বড় জায়গা তৈরি করার জন্য আমাদের নানা কিছু করতে হবে।

অনুষ্ঠানে চারজন লেখকের ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো-মোহাম্মদ আবদুল মজিদের 'দেশ সমাজ ও সাহিত্য’ এবং 'সম্মোহিত সমকাল', সালেহা ইভার 'বিন্দু বিন্দু জলকণা' এবং 'যদি কখনো হারিয়ে যাই', সাহেদ মন্তাজের 'আরাধ্য কান্তা' এবং অমর সাহার 'প্রথম আলোয় কলকাতার দুই যুগ'।

সিনিয়র সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব ও এনবিআর'র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, নাট্যব্যক্তিত্ব, সংগীতশিল্পী ও চিত্রকর শঙ্কর শাওজাল, কবি ও কথাসাহিত্যিক সালেহা ইভা, ইন্দো-বাংলা প্রেসক্লাবের সাংবাদিক ও উপদেষ্টা পরিতোষ পাল, প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি
বাংলাদেশে রাজনীতি রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে নেই: বাংলা একাডেমির সভাপতি
বইমেলা: হিসাব মিলেছে ২০ কোটি টাকার, আনুমানিক বিক্রি ৪০ কোটি
সর্বশেষ খবর
এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক নয়, কার্যকর করতে চাই: আইজিপি
এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক নয়, কার্যকর করতে চাই: আইজিপি
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’