X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

শ্যাম্পুর আগে ৩০ মিনিটের যত্নে চুল হবে সিল্কি

জীবনযাপন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৫

সুন্দর ও ঝলমলে চুল পেতে চাইলে যে অনেক বেশি সময় ব্যয় করতে হবে এমন নয়। রান্নাঘরের সাধারণ উপকরণ দিয়েই হেয়ার মাস্ক তৈরি করে ফেলতে পারেন। শ্যাম্পুর আগে মাত্র ৩০ মিনিট এগুলো লাগিয়ে রাখলেই চুলের স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত প্রাকৃতিক উপাদানের তৈরি মাস্ক ব্যবহার করলে রোদজনিত ক্ষতি থেকে রক্ষা পায় চুল। এছাড়া বাড়ে চুলের উজ্জ্বলতা। জেনে নিন কয়েকটি সহজ হেয়ার মাস্ক বানানোর পদ্ধতি সম্পর্কে।

১। কলা ও মধুর মাস্ক চুলকে আর্দ্র করে ও ভঙ্গুরতা কমায়। কলায় প্রাকৃতিক তেল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যার ফলে চুল নরম হয়, চুলের কুঁকড়ে থাকার প্রবণতাও কমে। অন্য দিকে, মধুও আর্দ্রতা ধরে রাখায় পারদর্শী। একটি পাকা কলা এবং এক টেবিল চামচ মধু ব্লেন্ড করে নিন। চুল ভিজিয়ে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। 

২। ডিম ও অলিভ অয়েল দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। এজন্য একটি পাত্রে ডিম ভেঙে নিন। এর মধ্যে দিয়ে দিন ২ টেবিল চামচ অলিভ অয়েল। ভালো করে ফেটিয়ে চুলে লাগান। চুলের গোড়াতেও লাগাবেন। শাওয়ার ক্যাপ পরে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ডিমের আঁশটে গন্ধ দূর করতে এক মগ পানিতে কয়েক ফোঁটা আপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। 

৩। দইকে বলা হয় প্রাকৃতিক ময়েশ্চারাইজার। উচ্চ প্রোটিন এবং প্রোবায়োটিক উপাদান সমৃদ্ধ বলে প্রদাহনাশক হিসেবে কাজ করে দই। মেথির বীজে রয়েছে আয়রন, প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড থাকে, যা খুশকি প্রতিরোধ করে, চুল গজানোয় সাহায্য করে এবং মাথার ত্বকের শুষ্কতা কমাতে পারে। ২ টেবিল চামচ মেথি বীজ সারা রাত ভিজিয়ে রাখার পর পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে ৩ টেবিল চামচ দই মিশিয়ে মাথার ত্বকে এবং চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। 

৪।  অ্যালোভেরা অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এ, সি এবং ই-তে ভরপুর। ফলে চুলের ক্ষতি রোধ করার পাশাপাশি চুল ময়েশ্চারাইজড করে এই ভেষজ। নারকেল তেলের লরিক অ্যাসিড চুলের গোড়ায় প্রবেশ করে প্রোটিনের ক্ষয় রোধ করে। অ্যালোভেরা এবং নারকেল তেল দিয়ে বানিয়ে নিন প্যাক। ২ টেবিল চামচ অ্যালোভেরার জেলের সঙ্গে এবং ১ টেবিল চামচ খাঁটি নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট রেখে এরপর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৫। দুই টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ১ থেকে ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৬। আধা কাপ পাকা পেঁপে চটকে আধা কাপ দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ৩০ মিনিটের জন্য লাগিয়ে রেখে এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৭। ফসফরাস, ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ নিম পাতা চুল করে সিল্কি ও মসৃণ। এক কাপ গরম নারকেল তেলে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন নিম পাতা। এরপর তেল ম্যাসাজ করুন চুলে। ঘণ্টা খানেক রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
এই গরমে ত্বক শীতল রাখবে ফেসিয়াল মিস্ট, জেনে নিন বানানোর পদ্ধতি
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
সর্বশেষ খবর
পাঠাগার থেকে লুট হওয়া সেই ৪০০ বই ফেরত পেলো কর্তৃপক্ষ
পাঠাগার থেকে লুট হওয়া সেই ৪০০ বই ফেরত পেলো কর্তৃপক্ষ
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
জামিন পেলেন মডেল মেঘনা
জামিন পেলেন মডেল মেঘনা
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা