অনেকের চুল থাকে তৈলাক্ত। এ ধরনের চুলে শ্যাম্পু ব্যবহার করলেও তৈলাক্ত ভাব যেতে চায় না। দেখা যায় শ্যাম্পু ব্যবহারের পরের দিনই চুল তেলেতেলে হয়ে নেতিয়ে পড়ছে। আবার চুলে রোজ রোজ শ্যাম্পু দেওয়াটাও ঠিক নয়। এমন পরিস্থিতি এড়াতে কী করবেন জেনে নিন।
- প্রতিদিন শ্যাম্পু করলে স্ক্যাল্পের নিজস্ব তেল নষ্ট হয়ে যায়। এতে চুল শুষ্ক হয়ে যায়। সে কারণে শরীর নিজস্ব প্রতিরোধ শক্তি ব্যবহার করে সেবাম বা তেলের ক্ষরণ বাড়িয়ে তোলে। ফলে মাথার ত্বক, চুল তেলেতেলে হয়ে পড়ে। যাদের রোজ বাইরে যেতে হয় তাঁরা সপ্তাহে তিন দিন, অর্থাৎ এক দিন অন্তর শ্যাম্পু করুন। সালফেট ফ্রি টি ট্রি অয়েল বা স্যালিসিলিক অ্যাসিডযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।
- বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চুলের গোড়া ও চুলে লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- শ্যাম্পু ব্যবহার শেষে কন্ডিশনার ব্যবহার এড়িয়ে যাবেন না। তবে চুলের গোড়ায় লাগাবেন না কন্ডিশনার। এতে মাথার ত্বক আরও তেলতেলে হয়ে যাবে। কন্ডিশনার ভালো মতো ধুয়ে নেওয়াও জরুরি।
- আঁচড়ানোর সময়ে মাথার ত্বক কিংবা চুলে থাকা খুশকি, তেলতেলে পদার্থ চিরুনিতে আটকে যায়। পরিষ্কার চুলে ওই চিরুনি ব্যবহার করলে মাথার ত্বক তেলতেলে হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সপ্তাহে অন্তত একবার চিরুনি পরিষ্কার করতে হবে।
- যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত, তারা হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। হেয়ার প্যাকটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চুলের অতিরিক্ত তেল দূর করবে এটি।
- এক কাপ পানিতে ৩ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন। কয়েক মিনিট অপেক্ষা করে আবার চুল ধুয়ে ফেলুন নরমাল পানি দিয়ে।