শীত চলে গেছে। এখন সময় কম্বল বা কম্ফোর্টারগুলো পরের বছরের জন্য উঠিয়ে রাখার। তবে উঠিয়ে রাখার আগে অবশ্যই সঠিক পদ্ধতিতে পরিষ্কার করতে হবে এগুলো। নাহলে ধুলাবালি ও জীবাণু জিইয়ে রাখা হবে যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। লন্ড্রিতে না দিয়ে বাড়িতেই পরিষ্কার করে ফেলতে পারেন লেপ-কম্বল কিংবা কম্ফোর্টার। জেনে নিন কীভাবে।
- উল ও কাশ্মীরি কম্বল পরিষ্কার করার আগে ধোয়ার নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। সাধারণত এসবে ড্রাই ক্লিন করার কথাই উল্লেখ থাকে। তবে অল্প কিছুক্ষণের জন্য ঠান্ডা পানি ও অল্প ক্ষারধর্মী ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করে ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায়। ধোয়া শেষে খোলা জায়গায় বাতাসে শুকান এগুলো।
- সুতি বা লিনেন কম্বল ওয়াশিং মেশিনে কম তাপমাত্রা ও কম গতিতে ধুয়ে নিন।
- ফ্লিস বা প্লাশ ম্যাটেরিয়ালের কম্বল ঠান্ডা পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। এগুলোতে কখনও গরম পানি লাগাবেন না।
- কম্ফোর্টার পরিষ্কার করতে চাইলে ওয়াশিং মেষিনে ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর এয়ার ড্রাই করে শুকিয়ে নিন।
- অনেকে এসি ঘরে নিয়মিত কম্ফোর্টার ব্যবহার করেন। ব্যবহার করতে করতে এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়ে যায় প্রায়ই। এ ধরনের গন্ধ দূর করতে চাইলে কম্বল বা কম্ফোর্টারে ভিনেগার স্প্রে করে এয়ার ড্রায়ার করে নিন।
- কম্বলে লাগা কোনও দাগ দূর করতে চাইলে রিমুভার বা ক্লিনার সরাসরি দাগে প্রয়োগ করুন। কিছুক্ষণ ভিজিয়ে রেখে নির্দেশিকা অনুযায়ী ব্রাশ দিয়ে ঘষে বা আলতো করে হাতে ঘষে ধুয়ে ফেলুন।