X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

শীতের পোশাক উঠিয়ে রাখার আগে

জীবনযাপন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬

বসন্তের মিষ্টি বাতাস বইতে শুরু করেছে প্রকৃতিতে। সেই সঙ্গে কমে এসেছে শীতের প্রকোপও। কিছুদিনের মধ্যেই বাড়তে শুরু করবে গরমের তীব্রতা। এখন সময় শীতের পোশাক, লেপ, কম্বল ঠিকঠাক উঠিয়ে রাখার। তবে সংরক্ষণের ভুলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এগুলো। জেনে নিন টিপস।

 

  • জ্যাকেট, সোয়েটার, মাফলার, শাল না ধুয়ে রাখা ঠিক নয়। কারণ এগুলোতে ধুলো, ময়লা লেগে থাকতে পারে এবং এই অবস্থায় উঠিয়ে রাখলে ব্যাকটেরিয়া, ধুলা বা গন্ধ মাসের পর মাস উলেই আটকে থাকবে। এসব পোশাক ড্রাই ক্লিনিং করাতে পারেন বা বাসাতেই ধুতে পারেন। ওঠানোর আগে শুকিবে নেবেন ভালো করে।
  • উলের পোশাক সরাসরি রোদে শুকানো ঠিক নয়। ছায়া রয়েছে, এমন জায়গায় পোশাকগুলো শুকাতে দিন। 
  • শাল অথবা মাফলার উঠিয়ে রাখার আগে পরিষ্কার করে নিন। উল্টো করে ইস্ত্রি করে তারপর রাখুন আলমারিতে। শাল ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন।
  • স্যাঁতসেঁতে পরিবেশ বা ঘরে আলমারি রাখবেন না। এতে কাপড়ে দ্রুত ফাঙ্গাস পড়ে যায়। শুষ্ক ও পরিচ্ছন্ন স্থানে রাখবেন মূল্যবান শীতের পোশাকগুলো। 
  • কোট/ব্লেজার উঠিয়ে রাখার আগে অবশ্যই নরম কাপড়ের আবরণে মুড়ে রাখবেন।
  • শীতের পোশাক ঝুলিয়ে রাখবেন না কখনও। দীর্ঘদিনের জন্য ঝুলিয়ে রাখলে পোশাক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • হাত ও পা মোজা উঠিয়ে রাখার আগে ভালো করে পরিষ্কার করা জরুরি। সাদা ভিনেগার মিশ্রিত পানি ফুটিয়ে সেই পানিতে এগুলো ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এতে দুর্গন্ধ দূর হবে।
  • পোশাকের ভাঁজে ন্যাপথালিন রেখে দিতে পারেন। পোকা বাসা বাধতে পারবে না তাহলে।
  • পশমের পোশাক বাতাসহীন ব্যাগে প্যাক করুন। এতে শুধু শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে তাই নয়, অতিরিক্ত আর্দ্রতা এবং ধুলোও ঢুকবে না। আর্দ্রতা শুষে নেওয়ার জন্য কিছু সিলিকা বল রাখতে পারেন। ভ্যাকুয়াম ব্যাগে প্যাকিংয়ের ঝামেলা না চাইলে বক্সের মধ্যেও রাখতে পারেন।
  • কম্বল উঠিয়ে রাখার আগে কভার খুলে ড্রাই ওয়াশ করিয়ে নিন। ঘরে পরিষ্কার করতে চাইলে শ্যাম্পু মিশ্রিত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ফেলুন।
  • লেপ ধোয়া সম্ভব হয় না। তাই লেপ উঠিয়ে রাখার আগে অবশ্যই একদিন কড়া রোদে রেখে দিন। কভার পরিষ্কার করে ধুয়ে রাখুন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
চীনের জন্য পাতা ফাঁদে শিকার এখন যুক্তরাষ্ট্র নিজেই?
চীনের জন্য পাতা ফাঁদে শিকার এখন যুক্তরাষ্ট্র নিজেই?