X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

চুলের যত্নে কাজে লাগানো যায় ডিমের খোসাও

জীবনযাপন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭

প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং খনিজ পদার্থ থাকে ডিমের খোসায় যা চুলের বৃদ্ধি এবং মাথার ত্বকের জন্য সহায়ক। চুলের মাস্ক এবং শ্যাম্পুতে ডিমের খোসার গুঁড়া মিশিয়ে নিতে পারেন। ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলের বৃদ্ধি বৃদ্ধি করে এবং চুল পাতলা হওয়া বা ভাঙা কমাতে সাহায্য করে। ক্যালসিয়াম ছাড়াও ডিমের খোসায় প্রচুর পরিমাণে প্রোটিন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফসফরাসের মতো মিনারেল থাকে, যা চুলের সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। 

ডিমের খোসা যেভাবে প্রস্তুত করবেন চুলের জন্য
ডিম ভেঙে ফেলার পর খোসা ভালোভাবে ধুয়ে ফেলুন। ব্যাকটেরিয়া রোধ করার জন্য এটি গুরুত্বপূর্ণ। এরপর পরিষ্কার করা ডিমের খোসা একটি বেকিং শিটে রাখুন এবং কয়েক ঘন্টা শুকাতে দিন রোদে। শুকিয়ে গেলে এগুলো গুঁড়া করা সহজ হবে। ব্লেন্ডার বা ফুড প্রসেসর ব্যবহার করে মসৃণ ও সূক্ষ্ম গুঁড়া তৈরি করুন। চূর্ণ করা ডিমের খোসার গুঁড়া একটি বায়ুরোধী পাত্রে রাখুন। আর্দ্রতা এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখবেন। এটি নিশ্চিত করে যে পাউডারটি সতেজ এবং ব্যাকটেরিয়া মুক্ত থাকে।

চুলের যত্নে ডিমের খোসার ব্যবহার করার উপায়

  • নারকেল তেল ও ডিমের খোসার গুঁড়া দিয়ে বানিয়ে ফেলতে পারেন হেয়ার মাস্ক। নারকেল তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা মাথার ত্বক এবং চুলকে পুষ্টি জোগাতে পারে, অন্যদিকে ডিমের খোসার গুঁড়ো চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে। দুটিকে একত্রিত করলে একটি শক্তিশালী হেয়ার মাস্ক তৈরি হয় যা চুলের ফলিকলগুলোকে উদ্দীপিত করে এবং চুল ভাঙা রোধ করে। ১ টেবিল চামচ ডিমের খোসার গুঁড়া ২ টেবিল চামচ নারকেল তেলের সাথে মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে লাগান এবং কয়েক মিনিটের জন্য আলতো করে ম্যাসাজ করুন। ৩০-৪৫ মিনিটের জন্য রেখে দিন এবং তারপর একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • নিয়মিত শ্যাম্পুতে ডিমের খোসার গুঁড়া যোগ করতে পারেন। এটি মাথার ত্বকে পুষ্টি জোগাবে এবং চুল মজবুত করবে।
  • অ্যালোভেরা চুলের আর্দ্রতা ধরে রাখে আর ডিমের খোসা প্রোটিন সরবরাহ করে। এই দুইয়ের মিশ্রণ চুলের স্বাস্থ্য ভালো রাখতে খুবই উপযোগী। এক চামচ ডিমের খোসা চূর্ণের সঙ্গে ২ চামচ অ্যালোভেরা মিশিয়ে চুলে মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর উষ্ণ পানিতে চুল ধুয়ে নিন। 
/এনএ/
সম্পর্কিত
চুল পড়া বন্ধ করার ৩ ভেষজ উপায়
ত্বকে রেটিনল ব্যবহারের আগে ৭ তথ্য জেনে নিন
ত্বকের বাড়তি তেল দূর করতে কার্যকর এই ৩ ঘরোয়া প্যাক
সর্বশেষ খবর
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা