এক সময় কাঁচা হলুদ বেটে দুধের সরের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগানোর প্রচলন ছিল। হলুদের গুণ অনেক। এতে রয়েছে কারকিউমিন নামের একটি উপাদান। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টেরও দারুণ উৎস কাঁচা হলুদ। এতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ব্রণের সমস্যা দূর করে। ত্বকের বলিরেখা দূর করে ত্বক উজ্জ্বল করতে জুড়ি নেই কাঁচা হলুদের। জেনে নিন কোন ত্বকে কীভাবে ব্যবহার করবেন উপকারী এই উপাদান।
শুষ্ক ত্বকের জন্য
দুই টেবিল চামচ কাঁচা হলুদ বাটা কিংবা গুঁড়া নিন। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ চন্দন গুঁড়া, ১ টেবিল চামচ মধু ও প্রয়োজন মতো দুধ। ফেসওয়াশ দিয়ে মুখে ধুয়ে মাস্কটি মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানির ঝাপটা দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে উঠিয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকের জন্য
১ টেবিল চামচ বেসন ও ১ টেবিল দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা কিংবা গুঁড়া মিশিয়ে নিন। পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বকের তেলতেলে ভাব কমবে।
নিষ্প্রাণ ত্বকের জন্য
অনেক সময় ত্বক নিষ্প্রাণ দেখায়। এই ধরনের ত্বকের উপযোগী এই মাস্ক। ২ টেবিল চামচ কাঁচা হলুদের সঙ্গে ওটস গুঁড়া ও দুধ মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
কালচে দাগ দূর করতে
১ টেবিল চামচ কাঁচা হলুদের সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি ও আলুর রস মিশিয়ে ত্বকে লাগান। মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।