X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

বর্ষায় জুতা দুর্গন্ধমুক্ত রাখবেন যেসব উপায়ে

জীবনযাপন ডেস্ক
০১ জুলাই ২০২৪, ১৯:২৬আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৯:২৬

দিনের পর দিন বৃষ্টি ঝরে চলছে। তবে ঘোর বর্ষাতেও তো আর দিনের পর দিন ঘরে বসে থাকলে চলে না। ফলে জমে থাকা পানিতে কিংবা বৃষ্টিতে হুটহাট জুতা ভিজে যাওয়ার সমস্যা পোহাতে হয় এই সময়। ভেজা জুতা আবার সহজে শুকিয়ে ফেলাও সম্ভব হয় না রোদের অভাবে। ফলে জুতা ও মোজায় দুর্গন্ধ হয়ে যায়। আবার ঘাম ও ব্যাকটেরিয়া জমেও জুতায় দুর্গন্ধ হয়ে যায়। এই স্যাঁতসেঁতে সময়ে কীভাবে জুতা দুর্গন্ধমুক্ত রাখবেন জেনে নিন। 

 

  • মোজা পরার আগে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার লাগিয়ে নিন পায়ে।
  • জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। পরদিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতায় বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না। এছাড়া পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন মোজা সরিয়ে জুতা পরুন।
  • জুতা ভিজে গেলে সুযোগ থাকলে দ্রুত পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভালো। পানিতে সাদা ভিনেগার মিশিয়ে কাপড়ের জুতা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করুন। দুর্গন্ধ থাকবে না।
  • জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে রাখুন সারারাত। পরদিন শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। এছাড়া একটি কাপড়ের মধ্যে লবণ নিয়ে সে কাপড়ের মুখ বেঁধে জুতার ভেতর রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।।
  • শুকনা টি ব্যাগ সারারাত রেখে দিন জুতা মধ্যে। পরদিন দেখুন দুর্গন্ধ বেমালুম গায়েব!
  • দীর্ঘ সময় জুতা বা মোজা পরে না থেকে মাঝেমধ্যে জুতা খুলে পায়ের পাতায় বাতাস লাগালে দুর্গন্ধ হওয়ার শঙ্কা কমবে।
  • এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। 
  • কমলার খোসা রেখে দিন জুতার ভেতর। দূর হবে অস্বস্তিকর গন্ধ।
  • বেকিং সোডা নিন ১/৪ কাপ। এর সঙ্গে ৮ কাপ কুসুম গরম পানি মেশান। একটি লেবুর রস পুরোটা দিয়ে দিন এতে। দ্রবণে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। সপ্তাহে কয়েকবার এভাবে পা পরিষ্কার করুন। পায়ে ও জুতায় গন্ধ থাকবে না।
  •  বাজারে পায়ের দুর্গন্ধ এড়ানোর সুগন্ধি পাওয়া যায়। সেসবও ব্যবহার করতে পারেন। 
  • এক জোড়া জুতা প্রতিদিন না পরে জুতা বদল করে পরুন। সবসময় পরিষ্কার মোজা পরবেন। 
  • রোজ বাড়িতে ফিরে সামান্য উষ্ণ পানিতে লবণ মিশিয়ে অন্তত পনেরো মিনিট পা ডুবিয়ে রাখুন। এতে পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না।
  • বৃষ্টিতে জুতা ভিজে গেলে খবরের কাগজ গোল করে জুতার ভেতর ঢুকিয়ে দিন। এতে পানি দ্রুত শুকিয়ে যাবে। রোদ উঠলে রোদে শুকিয়ে নিন জুতা। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপদসীমার কাছাকাছি যমুনার পানি: চলছে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল
বিপদসীমার কাছাকাছি যমুনার পানি: চলছে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল
প্রতিষ্ঠার ছয় দশক পর একাডেমি পরিচালনায় আইন পাসের উদ্যোগ
প্রতিষ্ঠার ছয় দশক পর একাডেমি পরিচালনায় আইন পাসের উদ্যোগ
বিতর্কে দুর্বল পারফরম্যান্স, জেট ল্যাগকে দায়ী করলেন বাইডেন
বিতর্কে দুর্বল পারফরম্যান্স, জেট ল্যাগকে দায়ী করলেন বাইডেন
মৌলভীবাজারে দ্বিতীয় দফায় বন্যা: কষ্টে আছে ৩ লাখ মানুষ
মৌলভীবাজারে দ্বিতীয় দফায় বন্যা: কষ্টে আছে ৩ লাখ মানুষ
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে