X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৮ আষাঢ় ১৪৩১

চুল ঘন, কালো ও মজবুত করে এই ১০ খাবার

জীবনযাপন ডেস্ক
৩০ জুন ২০২৪, ১০:৫২আপডেট : ৩০ জুন ২০২৪, ১০:৫২

চুল পড়ে যাওয়ার সমস্যা রাতারাতি বন্ধ হয়ে যায় না। এজন্য প্রয়োজন সঠিক যত্ন, সুস্থ জীবনধারা ও সুষম খাদ্যাভ্যাস। চুল প্রাকৃতিকভাবেই মজবুত, কালো ও ঘন করতে চাইলে নির্দিষ্ট কিছু খাবার পাতে রাখার পরামর্শ দেন চিকিৎসক তানজিম জারা। জেনে নিন সেগুলো কী কী। 

 

  1. বাদাম খান নিয়মিত। চিনা বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোটে আছে স্বাস্থ্যকর ফ্যাট। বিশেষ করে ওমেগা ৬ ফ্যাট রয়েছে বাদামে যা চুলের গোড়া শক্ত রাখতে সাহায্য করে। এই ফ্যাটটি আমাদের শরীর জিন থেকে তৈরি করতে পারে না। এই ফ্যাটের অভাবে আমাদের চুল পড়ে যায়। তাই প্রতিদিনের নাস্তায় কিছু বাদাম রাখতে পারেন। তবে বেশি পরিমাণে খাবেন না। বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে।
  2. হলুদ ও কমলা রঙের সবজি এবং ফল রাখুন পাতে। যেমন গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, আমে রয়েছে ভিটামিন এ। চুলের ফলিকল অর্থাৎ যেখান থেকে চুল বড় হয় সেটা কাজ করার জন্য এই ভিটামিনের প্রয়োজন। 
  3. তৈলাক্ত মাছ খান বেশি করে। সামুদ্রিক মাছের পাশাপাশি দেশি মাছ যেমন ইলিশ, কৈ, চাপিলা, মলাতেও ওমেগা থ্রি ফ্যাট রয়েছে। এগুলো চুল ঘন ও কালো করতে সহায়তা করে। পাশাপাশি প্রোটিনের ভালো উৎস মাছ। 
  4. চুল ভালো রাখার জন্য ডিম খান অবশ্যই। আমাদের চুল প্রায় পুরোটাই প্রোটিনের তৈরি। খাবারে প্রোটিনের অভাব হলে চুল পড়ে যায়। ডিম প্রোটিনের দারুণ উৎস। প্রোটিনের পাশাপাশি এতে মেলে বায়োটিন, সেলেনিয়াম ও ভিটামিন বি ১২। এগুলো চুল ঘন, কালো ও সুন্দর রাখতে সাহায্য করে।
  5. পালং শাক চুলের ভেতর থেকে পুষ্টি জোগায়। এতে চারটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। এগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন ও ফলিক। এগুলো সবই আমাদের সুন্দর চুলের জন্য জরুরি।
  6. চুল পড়া কমিয়ে চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে পাতে ডাল রাখুন। ডালে প্রোটিন ও আয়রন আছে। আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করে আমাদের চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। এছাড়া জিংক ও ফলিক অ্যাসিড পাওয়া যায় ডাল থেকে যা আমাদের চুল ভালো রাখে।
  7. বিভিন্ন ধরনের বীজ খান নিয়মিত। চিয়া সিড, মিষ্টি কুমড়ার বিচি, সূর্যমুখীর বীজ ও তিসির বীজ খান চুলের স্বাস্থ্য বজায় রাখতে। চিয়া সিডে আছে এক ধরনের ফ্যাটি অ্যাসিড, মিষ্টি কুমড়ার বীজে আছে জিংক, সূর্যমুখীর বীজে আছে বায়োটিন ও তিসির বীজে আছে সেলেনিয়াম। এগুলো আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে। 
  8. ছোলা খান চুল ভালো রাখতে। চুলের জন্য তিনটি গুরুত্বপূর্ণ উপাদান আয়রন, জিংক ও প্রোটিন মেলে ছোলায়। এই তিন উপাদানের অভাবে আমাদের চুল পড়তে পারে। 
  9. টক দই প্রোটিনের চমৎকার উৎস। এতে পর্যাপ্ত জিংকও মেলে। তাই প্রতিদিন টক দই খাওয়ার অভ্যাস করুন।
  10. খাদ্য তালিকায় রাখুন টক ফল। কমলা, লেবু ও টক ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন আমাদের সুন্দর চুলের জন্য জরুরি। ভিটামিন সি এর অভাবে চুল পেঁচিয়ে যায়। এছাড়া এই ভিটামিনের অভাবে শরীর আয়রন শোষণ করতে পারে না। ফলে চুল পড়ে যায়।  
/এনএ/
সম্পর্কিত
ত্বকের বয়স ধরে রাখতে বানিয়ে ফেলুন কোরিয়ান রাইস জেল
ক্যাস্টর অয়েল কি চুলের বৃদ্ধিতে সাহায্য করে?
পারফিউম এবং ডিওডোরেন্টের পার্থক্য কী জানেন?
সর্বশেষ খবর
ভিজিএফের চাল জব্দ: বর্তমান ও সাবেক চেয়ারম্যানের নামে মামলা
ভিজিএফের চাল জব্দ: বর্তমান ও সাবেক চেয়ারম্যানের নামে মামলা
‘৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে’
‘৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫১৯ কোটি টাকার বাজেট, গবেষণায় বরাদ্দ ১৪ কোটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫১৯ কোটি টাকার বাজেট, গবেষণায় বরাদ্দ ১৪ কোটি
উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে শিশুসহ নিহত ৮৭
উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে শিশুসহ নিহত ৮৭
সর্বাধিক পঠিত
‘চুপ, একদম গুলি করে দেবো’
‘চুপ, একদম গুলি করে দেবো’
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে