পথচলা শুরু করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস ‘জুন।’ শিফন, সুতি, ক্রেপ, জর্জেট, সিল্ক, লিনেন ও নেটের তৈরি পোশাক থাকছে এতে। পোশাকগুলো পার্টিতে মানিয়ে যাবে দিনে ও রাতে দুই সময়েই। প্রতিষ্ঠানটির কর্ণধার জান্নাত আরা অরিন জানান, গুজরাট থেকে আমদানি করা কাপড়ে তৈরি হয় জুনের জামাগুলো। প্রতিটি পোশাকের ডিজাইন ও তৈরির পেছনে ক্রেতার আরামের কথা সবার আগে চিন্তা করা হয়। জামা ক্রয়ের পর গ্রাহকদের ব্যক্তিগত টেইলরিং সেবাও দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। গ্রাহকরা চাইলে পেজে বা ফোনে যোগাযোগ করে নিজেদের মাপ অনুযায়ী পোশাক বানিয়ে নিতে পারবেন।