X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

রাজধানীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২১, ১৭:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৯:২৮

রাজধানীর শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডে অভিযান চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান র‌্যাব-৩ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলো, মোহাম্মদ নূর হোসেন (২৮) ও মোহাম্মদ কুদ্দুস (৩২)। এ সময় জব্দ করা হয় একটি কাভার্ডভ্যানও। উদ্ধার করা হয় মাদক বিক্রির ১৮ হাজার টাকা।

র‌্যাব-৪ এর অভিযানে উদ্ধার ফেনসিডিল অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, দক্ষিণ শাহজাহানপুর এলাকায় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা মালিবাগ থেকে কমলাপুরের দিকে একটি কাভার্ডভ্যানে ইয়াবার একটি বড় চালান সরবরাহের চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে আউটার সার্কুলার রোডে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৭৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযোগে কাভার্ডভ্যানের ড্রাইভারসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৪ এর অভিযানে গ্রেফতার দুই এদিকে, র‌্যাব-৪-এর একটি অভিযানে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে ২৩৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সোহেল হোসেন (২৭) ও মো. সাগর।

র‌্যাব-৪ উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ফেনসিডিল সরবরাহ করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে।’

 

/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’