X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সম্রাটকে রিমান্ডে নিলেই গডফাদারদের নাম জানা যাবে: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১৯:৫৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:৪৫

সম্রাটকে গ্রেফতারের পর ক্যাসিনোর গডফাদারদের ধরতে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই বাহিনীর মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম বলেন, ‘সম্রাটকে রিমান্ডে নিলেই কে কে তার সঙ্গে জড়িত তাদের সবার  নাম জানা যাবে।’ রবিবার (৬ অক্টোবর) সম্রাটের কাকরাইলের অফিসে র‌্যাবের চার ঘণ্টার অভিযান শেষে  বিফ্রিংয়ের সময় তিনি এসব  কথা বলেন।

লে. ক. সারোয়ার বলেন, ‘গত ১৮ সেপ্টম্বর আমরা ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করি। আজ ১৯তম দিন চলছে।  এর মধ্যে কয়েকজনের উঠে আসছিল। সম্রাটের নাম অনেক বারই এসেছে। তাকে ধরার জন্য আমাদের বেশ কয়েকটি টিম নজরদারি করেছিল। এই নজরদারির ধারাবাহিকতায় আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার প্রধান সহযোগী আরমানকে গ্রেফতার করি।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখানে উল্লেখ করতে চাই, আরমানকে আটক করার পরপরই তাকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তার কাছে বিদেশি মদ পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট তাকে তাৎক্ষণিক ছয়মাসের কারাদণ্ড দেন।’ তিনি আরও বলেন, ‘এরপর দু’জনকেই ঢাকায় নিয়ে আসি। সম্রাটের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালাই। আমরা এখান থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, ১১৬০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দু’টি বন্যপ্রাণীর চামড়া, দুটি বৈদ্যুতিক শক দেওয়ার মেশিন, দুটি লাঠি  জব্দ করি।’

লে. ক. সারোয়ার বলেন, ‘এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সম্রাটকে রিমান্ডে নিলেই বিস্তারিত জানতে পারবো।’

সম্রাটের গডফাদার কারা—এমন প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা সকালেই তাকে গ্রেফতার করেছি, রিমান্ডে আনার পর জানতে পারবো তার গডফাদার কারা।’

গ্রেফতারের পর সম্রাট ও আরমানকে কোথায় রাখা  হয়েছে—এমন প্রশ্নের জবাবে লে. ক. সারোয়ার বলেন, ‘দু’জনকেই  ঢাকায় নিয়ে এসেছি। আরমানকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। সম্রাট এখানেই আছে।’

এক প্রশ্নের জবাবে  র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘অস্ত্র, মাদক ও বন্যপ্রাণী আইনে মামলা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা তার কাছ থেকে তিন ধরনের অপরাধের আলামত পেয়েছি। বিদেশি মদ, ইয়াবা, পিস্তল পেয়েছি। মাদক থাকার কারণে মাদক আইনে মামলা হবে। অবৈধ অস্ত্র রাখার কারণে অস্ত্র আইনে মামলা হবে।’ বন্যপ্রাণীর চামড়া রাখার কারণে ইতোমধ্যে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

/এআরআর/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিনএজারদের ত্বকের যত্নে কিছু টিপস
টিনএজারদের ত্বকের যত্নে কিছু টিপস
চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ১৩ দোকান
চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ১৩ দোকান
‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’
‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত