X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মুছে গেছে জেব্রাক্রসিং

শেখ জাহাঙ্গীর আলম
২৯ জুলাই ২০১৯, ১৯:১৩আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২০:৩৩

এমইএস বাস স্টপেজের বিপরীত পাশের সড়ক। মুছে গেছে জেব্র ক্রসিংয়ের মার্কিং বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর দাবি উঠেছিল ঘটনাস্থলে ফুট ওভারব্রিজ নির্মাণের। কিন্তু পরিস্থিতি বিবেচনায় রেখে সেখানে আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। এই নির্মাণকাজ প্রায় ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া, দুর্ঘটনার জায়গায় পথচারীদের পারাপারের জন্য জেব্রাক্রসিং মার্কিং করা হয়েছিল। কিন্তু জেব্রাক্রসিংয়ের মার্কিং চিহ্ন এখন আর নেই। মুছে গেছে। দেখে বোঝার উপায় নেই এখানে একটি জেব্রা ক্রসিং ছিল বা আছে। পথচারীদের অভিযোগ, জেব্রাক্রসিং মার্কিং না থাকায় নিরাপদে সড়ক পারপার হওয়া যায় না। এতে চালক ও পথচারী উভয়ের সমস্যা হয়। জেব্রাক্রসিং মার্কিং না থাকায় সড়ক পারাপারে প্রাণঝুঁকি রয়েই গেছে।

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন বেলাল আহমেদ। থাকেন ক্যান্টনমেন্ট এলাকার মানিকদীতে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি প্রতিদিনই এই পথে যাওয়া-আসা করি। এখানে অনেক দিন ধরে দেখছি জেব্রা ক্রসিংয়ের খুব খারাপ অবস্থা। মার্কিংটা মুছে গেছে। এই বিষয়গুলো কেউ দেখেন না।’

এই মার্কিং না থাকায় কী ধরনের সমস্যা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে বেলাল আহমেদ বলেন, ‘মার্কিং না থাকায় চালক বুঝবে না এখানে জেব্রাক্রসিং আছে কিনা, তাই গাড়িও থামবে না। গাড়ি না থামলে পথচারীরা কীভাবে পারাপার হবেন? এতে ঝুঁকি নিয়ে হাত উঁচু করে ইশারা দিয়ে আমাদের পারাপার হতে হয়।’

প্রায় একই অভিযোগ রমিজ উদ্দিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসওয়ারেরও। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক সময় আমরা একা একা পারাপার হই। ওই সময় যানবাহনগুলো থামতে চায় না। এতে আমাদের পারাপারে সমস্যা হয়। তবে, প্রায় সড়ক পারাপারে ট্রাফিক পুলিশ ও সেনা সদস্যরা আমাদের সহযোগিতা করেন।’

এমইএস বাস স্টপেজের বিপরীত পাশের সড়ক থেকে মুছে গেছে জেব্র ক্রসিংয়ের মার্কিং জানতে চাইলে রমিজ উদ্দিনের শিক্ষার্থী আশরাফুল হাসান মিরাজ বলেন, ‘অনেক দিন আগে এখানে জেব্রাক্রসিং মার্কিং করা হয়। কিন্তু এখন বোঝা যায় না। রঙ উঠে গেছে। সড়কের একপাশে জেব্রাক্রসিং মার্কিং নেই, অন্যপাশে অর্ধেক আছে অর্ধেক নেই। আমরা প্রতিদিন পারাপার হচ্ছি। তাই জেব্রাক্রসিং যে আছে, তা জানি। কিন্তু অনেক পথচারী আছে, যারা এখানে নতুন। তারা তো দেখে বুঝবে না এখানে জেব্রা ক্রসিং আছে কিনা। জেব্রাক্রসিং মার্কিং মুছে যাওয়ায় সড়ক পারাপারে ঝুঁকি বেড়েছে।’

দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় থাকেন আবদুল বাকি। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। বাস থেকে নেমে সড়ক পার হয়ে তাকে কলেজে ঢুকতে হয়। সড়ক পারাপারের বিষয়ে এই শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কলেজে যেতে হলে বাস থেকে এমইএস নেমেই আমার সড়ক পার হতে হয়। সড়কে জেব্রা ক্রসিং বরাবর দুইপাশেই একজন ট্রাফিক পুলিশ ও একজন সেনা সদস্য থাকেন। তারা গাড়ি থামিয়ে আমাদের পার করিয়ে দেন।’

এই শিক্ষার্থী আরও বলেন, ‘কলেজ শুরুর আগে ও ছুটির সময় প্রতিদিনই শিক্ষার্থীরা জেব্রাক্রসিং দিয়ে পারপার হন। এজন্য সড়কের দুই পাশে ট্রাফিক পুলিশ সদস্যরাও থাকেন। তারা আমাদের সড়ক পারাপারে সহযোগিতা করেন।’

ঢাকার বিমানবন্দর সড়কে এমইএস বাসস্টপে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট টিটন দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমইএস স্পটে ট্রাফিক পুলিশের ৪ জন সদস্য প্রতিদিনই নিয়োজিত থাকেন।’ জেব্রাক্রসিং মার্কিং মুছে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘অনেক দিন হয়েছে, সড়কে যানবাহনের চাকার ঘষায় রঙ উঠে গেছে। তবে সড়কের বিভিন্ন সাইন ও সিগন্যাল (চিহ্ন) আঁকা বা তৈরির বিষয়টি দেখে রোড অ্যান্ড হাইওয়ে বিভাগ।’

এমইএস বাস স্টপেজের দিকে সড়ক অংশে প্রায় মুছে যাওয়া জেব্রা ক্রসিং মার্কিং টিটন দেবনাথ জানান, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের সড়ক পারাপারে সহযোগিতা করার জন্য ট্রাফিক পুলিশের দুইজন কনস্টেবল সড়কের দুইপাশে নিয়োজিত থাকেন। এছাড়া, দুই জন সেনা সদস্য এখানে নিয়োজিত থাকেন। সকালে শিক্ষার্থী কলেজে আসে এবং দুপুরে ছুটির পর শিক্ষার্থীদের জেব্রাক্রসিং দিয়ে নিরাপদে সড়ক পারাপার করানো হয়। এছাড়া, সার্বক্ষণিক পথচারীদের পারাপারে সহযোগিতার জন্য ২ জন ট্রাফিক পুলিশ থাকছে। বাকি দুইজন সড়কের আইন প্রয়োগের জন্য নিয়োজিত।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ জুলাই দুই বাসের পাল্লাপাল্লিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। তারা হলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজু ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম। আহত হয়েছিলেন আরও ১০-১২ জন শিক্ষার্থী। এতে শহীদ রমিজ উদ্দিন কলেজসহ আশপাশের কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। শুরু হয় নিরাপদ সড়ক আন্দোলন। রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ও আন্দোলন ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসে লাখ লাখ শিক্ষার্থী।

 

 

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত