X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ভেজালবিরোধী অভিযান কেন রমজানে বেশি?

উদিসা ইসলাম
২৬ জুলাই ২০১৯, ০৭:৫৯আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৭:৫৯

ভেজাল ও অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট (ফাইল ছবি: ফোকাস বাংলা) প্রতি রমজানে জোরেশোরে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হলেও বছরের বাকি সময় সংশ্লিষ্ট সংস্থাগুলো দৃশ্যত ততটা সক্রিয় থাকে না বলে অভিযোগ রয়েছে। তবে বাজার তদারকি এসব সংস্থার দাবি, রোজায় অভিযান বেশি হওয়ার নির্দিষ্ট কিছু কারণ আছে বটে। তবে বছরের বাকি সময়ও তারা অভিযান পরিচালনা করেন। সেগুলো গণমাধ্যমে সেভাবে প্রচার হয় না।

গত রমজান মাসে জাতীয় ভোক্তা অধিদফতর, বাণিজ্য মন্ত্রণালয়, সিটি করপোরেশন, শিল্প মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্তত ৬টি প্রতিষ্ঠান সারাদেশে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে। কেবল রমজানে নয়, সারাবছরই এই অভিযান চালানো ‍উচিত বলে অভিমত কনজিউমার অ্যাসোসিয়েশনের।

ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ বলছে, সারাবছরই সাধ্যমতো অভিযান পরিচালনা করা হয়। তবে রোজায় ছুটির দিনগুলোতেও অভিযান চলে।

র‌্যাবের একজ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রোজায় পণ্যের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে ব্যবসায়ীরা বেশি হারে ভেজাল পণ্য চালিয়ে দেওয়ার মতো প্রতারণার আশ্রয় নেন। মূলত এ কারণেই রোজায় বেশি করে ভেজালবিরোধী অভিযান চালানো হয়।

কেন কেবল রমজানেই জোরেশোরে অভিযান— এ প্রশ্ন তুলেছেন উচ্চ আদালতও। গত মে মাসে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুধু রমজান মাস আসলেই কেন ভেজালবিরোধী অভিযান, সেই প্রশ্ন তোলেন। সারাবছরই এই অভিযান পরিচালনা করা উচিত বলেও মন্তব্য করেন আদালত।

জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হারুন উজ জামান ভূইয়ার সই করা মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে তারা ১ হাজার ১৯৮টি ও জুন মাসে ১৮৫টি অভিযান পরিচালনা করেছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, মে মাসে তারা ১০টি অভিযান পরিচালনা করলেও জুনে ১২টি ও জুলাইয়ে (২৪ তারিখ পর্যন্ত) ৬টি অভিযান পরিচালনা করেছে।

মূলত দুটি কারণে রোজায় বেশি সংখ্যায় অভিযান হয় বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সারওয়ার আলম। তার মতে, রমজানে পণ্য বেশি বিক্রি হয় এবং ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করেন। একইসঙ্গে রোজায় পণ্য বেশি চলে বলে যারা মজুত রাখেন, তারা ভেজাল পণ্যও বাজারে ছাড়েন।

অন্যান্য কাজের পাশাপাশি অভিযান পরিচালনা করতে হয় বলেও সবসময় তা সম্ভব হয় না উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘আমরা এখানে ৫ জন কর্মরত আছি। আমি আইন কর্মকর্তা। আমার প্রধান কাজ টিমকে আইনি সহায়তা দেওয়া। কোন আইনে কোন ধারায় মামলা দেবে, তার আইনি পরামর্শ দেওয়া। অনেক সময় উচ্চ আদালতের রিটের মুখোমুখি হলে সেটার ব্যাখ্যা হাজির করা। এসব কাজ শেষ করে যখন সময় পাই, তখন মোবাইল কোর্টে যাই।’

রমজানে গণমাধ্যমের মনোযোগ অভিযানের দিকে থাকে মন্তব্য করে তিনি বলেন, ‘অন্যসময় আমরা ততটা প্রচার হতে দেখি না। ফলে যেটুকু অভিযান হয়, তাও সামনে আসে না।’

রমজানে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে চেষ্টা করে বলে মনে করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আরেফিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। রোজার মাসের তুলনায় ঈদের মাসে অভিযান কম হয়েছে। কারণ, ঢাকার দোকানপাট খুলতেই অনেক সময় চলে যায়। আর রমজানে শুক্র-শনিবারও অভিযান চলে।’ এরপরও এই মাসে ৮০০ থেকে ৯০০ অভিযান হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ বছর ১০ হাজার অভিযান টার্গেট করেছি।’

তবে রোজায় তুলনামূলক বেশি অভিযান হয় মন্তব্য করে তিনি বলেন, ‘এ সময়ে বেচাকেনা বেশি হয়। এই সুযোগে বিশৃঙ্খলা  সৃষ্টি ও আইন লঙ্ঘনের সুযোগ থাকে। সেটি যেন কেউ নিতে না পারে সেজন্যই আমাদের বেশি অভিযান হয়।’

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ অবশ্য মনে করেন না যে রোজায় বেশি বা অন্য সময়ে কম অভিযানের ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘শুধু রমজান মাসকে কেন্দ্র করে আমরা অভিযান চালাই, এমনটা না। সীমিত পরিসরে হলেও সারাবছর ধরেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান পরিচালিত হয়ে থাকে।’

ব্যবসায়ীরা যেন অসাধু উপায় অবলম্বন না করতে পারে সেজন্য সারাবছরই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্রিয়তা প্রয়োজন বলে মন্তব্য করেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রোজায় বেশি অভিযান হয়, কেননা দ্রব্যমূল্য নিয়ে সেসময় ২ নম্বরির সুযোগ খোঁজেন ব্যবসায়ীরা। আমরা চাই এই নিয়ন্ত্রণটা সারাবছরই থাকুক।’

সম্প্রতি তেলের দামের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণের বিষয়টি কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মোবাইল কোর্ট সক্রিয় হতেই বাজার ঠিক হয়ে এসেছে।’

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত