রাজধানীর কাওরানবাজারে দুই বাসের চাপায় হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মামলার তদন্ত প্রতিবেদন আটবারেও জমা দিতে পারেনি পুলিশ। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৩ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (৬ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশের (উপ-পরিদর্শক) আফতাব আলী মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসে করে যাচ্ছিলেন রাজীব। তার ডান হাতটি বাসের গেটের বাইরে ছিল। এ সময় স্বজন পরিবহনের একটি বাস ওভারটেকের চেষ্টা করে। দুই বাসের চাপে রাজীবের হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা পেনাল কোডের ৩০৪ (খ) ধারায় বেপরোয়া যান চলাচলের কারণে মৃত্যুর ধারায় সংযোজন করার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।