X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বর্ষবরণের রঙিন উৎসবের গল্প তাদের চোখে জানবে বিশ্ব

চৌধুরী আকবর হোসেন
১৪ এপ্রিল ২০১৯, ১৬:০০আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৮:০৭

১০ দেশের সাংবাদিক ও ট্যুর অপারেটর বৈশাখী সাজে ঘুরতে বের হওয়া মানুষজনের সঙ্গে ছবি তুলতে লাগলেন তিন-চারজন। কেউ তাদের সঙ্গে সেলফি তোলার আবদার করলেন। অনেকে এই অতিথিদের পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হলেন। পোশাকে বাঙালিয়ানা দেখে কৌতূহলী অনেকেই তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন। চিরচেনা উৎসবের মতোই বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখের আনন্দে মাতলেন ১০ দেশের ২৬ জন সাংবাদিক ও ট্যুর অপারেটর। রবিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪২৬ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিশ্ব ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন তারা। নিজেদের দেশে ফিরে এই চমৎকার অভিজ্ঞতা লিখবেন তারা। ফলে বর্ষবরণের রঙিন উৎসবের গল্প তাদের চোখে জানবে বিশ্ব।

বিদেশি তরুণেরা পাঞ্জাবি ও নারীরা সালোয়ার কামিজ পরেন। তাদের পোশাকের নকশায় বৈশাখী দেখা গেছে ছোঁয়া। মঙ্গল শোভাযাত্রায় সব বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষের মধ্যে যেন তাদের আলাদা করার উপায় নেই। ঢাকের বাদ্যের তালে তালে তারাও নেচেছেন। বড় আকারের বাহারি মুখোশ, শোলার পাখি আর ট্যাপা পুতুল দেখে অনেক ছবি তুলেছেন বিদেশিরা।

বৈশাখী আায়োজনকে ঘিরে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে ১০ দেশের ২৬ জন সাংবাদিক ও ট্যুর অপারেটরকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ড। এ আমন্ত্রণে সাড়া দিয়ে ১৩ এপ্রিল ঢাকায় আসেন তারা। ২৩ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো তাদের ঘুরে দেখাবে পর্যটন বোর্ড। এর মধ্যে রয়েছে সুন্দরবন, কক্সবাজার, ষাট গম্বুজ মসজিদ, লালনের মাজার, বান্দরবান ও ঢাকার পানাম সিটি। নিজেদের দেশে ফিরে গিয়ে এসব অভিজ্ঞতা সংবাদমাধ্যমে তুলে ধরবেন তারা। এই দলে আছেন জাপান, থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, লেবানন, নেদারল্যান্ড, ইতালি, স্পেনের প্রতিনিধিরা।

বাংলাদেশিদের সঙ্গে ছবি তুলছেন কয়েকজন বিদেশি সাংবাদিক বিদেশি সাংবাদিকদের মধ্যে আছেন লেবাননের একটি টেলিভিশনের প্রযোজক ও উপস্থাপক ম্যাগী। তিনি বলেন, ‘এটি অসাধারণ অভিজ্ঞতা। সকাল থেকে এই উৎসব দেখে নতুনভাবে বাংলাদেশকে জানলাম।’

লেবাননের ডেইলি স্টারে কাজ করেন সিম বানার এন্ডারসন। তার কথায়, ‘এত রঙিন উৎসব আগে কখনও দেখিনি। যেদিকেই তাকাই রঙিন আবহ চোখে পড়ে।’

বেলজিয়ামের শার্লোত নায়েলের অনুভূতি এমন, ‘এদেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। মানুষজন আমাদের আন্তরিকভাবে আপন করে নিয়েছে।’

মঙ্গল শোভাযাত্রার বৃহৎ আয়োজনে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেটি উল্লেখ করে নেদারল্যান্ডের আলেকজান্ডার বলেন, ‘আইনশৃঙখলা বাহিনীর উপস্থিতি ছিল ব্যাপক। ফলে নিরাপত্তা নিয়ে মনে কোনও শঙ্কা ছিল না। এত বড় আয়োজন, এত মানুষ, এত রঙ; সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা।’

বিদেশি সাংবাদিকদের সঙ্গে ছবি ও সেলফি তুলেছেন বাংলাদেশিরা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা স্থান করে নিয়েছে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। এর সুবাদে বাংলা নববর্ষ নিয়ে বিদেশি ভ্রমণপিপাসুদের মধ্যে আগ্রহ তৈরি করতে এই উদ্যোগ বলে জানান পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা. ড. ভুবন চন্দ্র বিশ্বাস। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পর্যটনের প্রচার হলেই পর্যটক বাড়বে। এজন্য আমরা ১০টি দেশের ২৬ জন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। বাংলাদেশে বেড়ানোর পর বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশ নিয়ে খবর প্রকাশ করবেন সবাই। এর মধ্য দিয়ে সেসব দেশে বাংলাদেশকে ঘিরে আগ্রহ সৃষ্টি হবে। এর সুফল পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

নববর্ষের সব খবর পড়ুন:বর্ষবরণের রঙিন উৎসবের গল্প তাদের চোখে জানবে বিশ্ব

মঙ্গল শোভাযাত্রায় অনন্ত আকাশে মস্তক তোলার প্রত্যয়

সাক্ষীর অভাবে ঝুলে আছে বর্ষবরণে যৌন হয়রানির মামলা

উন্নয়ন-অগ্রযাত্রায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে চলছে সাংগ্রাই উৎসব

নানা আয়োজনে দেশজুড়ে চলছে বর্ষবরণ

এ বছর হাইকোর্টে শুরু হতে পারে রমনা বটমূলে বোমা হামলা মামলার শুনানি

মুক্তিযোদ্ধাদের নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

‘চেতনায় বাঙালি সংস্কৃতি, উগ্রবাদ নয় সম্প্রীতি’ 

বাংলা ট্রিবিউনে প্রতিবেদন: সিলেট পুলিশের সেই নির্দেশনা প্রত্যাহার 

ভাঙা ভাঙা বাংলায় শুভ নববর্ষ  

বাঙালির উৎসবে বৈশাখী সাজে বিদেশিরা

নারীর প্রতি সহিংসতামুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মীনা ট্রাস্টের বর্ষবরণ

কিছু মানুষ কি পাষণ্ড হয়ে উঠলো: সন্‌জীদা খাতুন

রাগালাপ দিয়ে শুরু ছায়ানটের বর্ষবরণ

আজ পহেলা বৈশাখ, বাঙালিয়ানায় গাঢ় হোক সম্প্রীতির বন্ধন




পহেলা বৈশাখকে ঘিরে বাড়ছে পর্যটনের সম্ভাবনা

বর্ষবরণ ও বাংলাদেশ দেখতে আসছেন ১০ দেশের ২৬ সাংবাদিক

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম একসঙ্গে...
প্রথম একসঙ্গে...
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় বোনের মৃত্যু, ছোট বোনের অবস্থা আশঙ্কাজনক
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় বোনের মৃত্যু, ছোট বোনের অবস্থা আশঙ্কাজনক
শেখ হাসিনা-জয়সহ রাজউক কর্মকর্তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনা-জয়সহ রাজউক কর্মকর্তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন ১২ মে
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন