X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সেরা লাক্সারি হোটেলের স্বীকৃতি পেলো রেঁনেসা ঢাকা গুলশান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০০:০২

রেঁনেসা ঢাকা গুলশান হোটেল বাংলাদেশে সেরা লাক্সারি হোটেলের পুরস্কার পেলো রেঁনেসা ঢাকা গুলশান। ২০২০-২১ সালের এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল অ্যাওয়ার্ড থেকে এই স্বীকৃতি এসেছে। এবারই প্রথম বাংলাদেশের কোনও হোটেল সম্মানটি জিতলো।

যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল প্রপার্টি মিডিয়ার উদ্যোগে এশিয়া প্যাসিফিক হোটেল অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এবারের আসরে ছিল ৮০ জন বিশেষজ্ঞ নিয়ে গঠিত প্যানেল। তারাই বিচারকের দায়িত্ব পালন করেন। বিশ্বজুড়ে ছয়টি অঞ্চল ও ১৭টি বিভাগে হসপিটালিটি শিল্পে পুরস্কার প্রদান করেছে ইন্টারন্যাশনাল প্রপার্টি মিডিয়া। এটি বিশ্বজুড়ে হোটেল আঙিনায় গ্রহণযোগ্য।

২০১৯ সালের ডিসেম্বর চালু হয় রেঁনেসা ঢাকা গুলশান। এটি পরিচালনা করছে প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি। আন্তর্জাতিক ব্র্যান্ড ‘রেনেসাঁ হোটেল’ ঢাকায় এনেছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।

আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে অনুপ্রাণিত প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল ও ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবাল। তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ম্যারিয়টের মান বজায় রেখে অতিথিদের কাঙ্ক্ষিত সেবার আয়োজন করাই ছিল আমাদের লক্ষ্য। আমরা সত্যিকারভাবে প্রতি মুহূর্তে ম্যারিয়টের সেরা অংশীদার হয়ে অতিথিদের আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে কাজ করেছি।’

বিশ্বে ৩০টিরও বেশি দেশে অবস্থিত রেনেসাঁ হোটেল ব্র্যান্ডের ১৬০টি হোটেল। প্রতিটিতে পর্যটকদের স্থানীয় সংস্কৃতি আবিষ্কারে সহায়তা করা হয়। এগুলোর রুফটপ পুল থেকে শহরের অসীম দিগন্ত উপভোগ করতে পারেন অতিথিরা।

ভোজনরসিকদের জন্য স্থানীয় থেকে আন্তর্জাতিক সব ধরনের খাবারের পসরা নিয়ে সাজানো হোটেলটির সুপরিচিত রেস্তোরাঁ ‘বাহার’। খাবারের জন্য আরও আছে জ্যাজ বার ‘সিয়ার’ ও পুলসাইড রেস্টুরেন্ট। বিলাসবহুল স্পা সুবিধা রয়েছে। নারী-পুরুষের জন্য মিলবে আলাদা স্যালুন।

রেঁনেসা ঢাকা গুলশান হোটেলের মহাব্যবস্থাপক আজীম শাহ বলেন, ‘আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর সময় থেকেই আমাদের লক্ষ্য ছিল এই খাতে নেতৃত্ব দেওয়া, সেরা হওয়া। এজন্য অতিথিদের আন্তর্জাতিক মানের রুম, রেস্টুরেন্টসহ অন্যান্য সেবা দিতে কাজ করেছি। বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীদের অনন্য অভিজ্ঞতা দিচ্ছে আমাদের প্রচেষ্টা।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত