শীতের সময়টাতে কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ি। এর মধ্যে একদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক বড় ভাই বললেন, ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পোসে বিভিন্ন অনুষ্ঠান হবে। পুতুলনাচও থাকবে জেনে মনে পড়ে গেলো শৈশব।
শিশুদের মুখে হাসি ফোটাতে পুতুলের জুড়ি নেই। বিনোদন মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে হাজার বছরের এই ঐতিহ্য। ভারতবর্ষ পুতুলনাচের আদিভূমি। বাংলাদেশেও পুতুলনাচের ইতিহাস অনেকদিনের। গ্রাম বাংলার ঐতিহ্য পুতুলনাচ দেশের সাংস্কৃতিক সম্পদ। আগেকার দিনে যাত্রাপালা, নাটক, পুতুলনাচ ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু কালের বিবর্তনে এগুলো হারিয়ে যেতে বসেছে।
সকালে আমরা উত্তরা থেকে রওনা হলাম জাবি’র উদ্দেশে। ডেইরি গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো হর্নমুক্ত ক্যাম্পাস সংবলিত ব্যানার। ক্যাম্পাসকে শব্দদূষণমুক্ত ও অতিথি পাখিদের নিরাপত্তায় এই উদ্যোগ। ভাবলাম সকালের ক্যাম্পাস হেঁটে দেখবো। তাই শুরু করলাম হাঁটা। ডেইরি গেট থেকে কিছুদূর তাকাতেই চোখে পড়লো দেশের সর্বোচ্চ শহীদ মিনার। এরপর লন্ডন ব্রিজে অতিথি পাখিদের কিচিরমিচির শব্দে মনটা ভরে গেলো। ৯ বছর আগে ভর্তি পরীক্ষা দিতে প্রথম এই বিশ্ববিদ্যালয়ে আসি। তখন থেকেই আপন করেছিলাম ৭০০ একরের ধূলিকনা, লাল ইটের স্থাপনা ও সবুজের এই রাজ্যকে।
নাশতা সারলাম বটতলায়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন হলো। শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম দুপুর অবধি। পুতুলনাচ শুরু হবে বিকাল ৩টায়। এই জেনে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়লাম। ভ্যানগাড়িতে চড়ে বোটানিক্যাল গার্ডেন, প্রজাপতি পার্ক, সুইজারল্যান্ড দ্বীপ, শান্তিনিকেতনসহ বিভিন্ন জায়গায় প্রাণভরে সৌন্দর্য দেখলাম। বিকাল ৩টা বাজার আগেই মুক্তমঞ্চে এসে দেখি কানায় কানায় ভরে গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস-২০১৯ উপলক্ষে বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের (জাবি) প্রযোজনায় প্রদর্শিত হয়েছে দুটি নতুন গল্প— ‘গাধামি’ ও ‘কুজোবুড়ি’। ‘গাধামি’তে দেখানো হয়েছে শিয়াল বুদ্ধি করে কীভাবে বোকা বানিয়ে গাধাকে সিংহের খাবারের পরিণত করে। একসময় বুদ্ধির কৌশলে সিংহও বোকা বনে যায় শিয়ালের কাছে। ‘কুজোবুড়ি’ হলো বুদ্ধির জোরে কুজো বুড়ির নিজেকে বাঁচানোর গল্প।
পুতুল নাট্য গবেষণা ও উন্নযন কেন্দ্রের মূল উদ্দেশ্য দেশীয় পুতুল নাট্যকে বিশ্বের দরবারে তুলে ধরা। পুতুলনাট্য কেন্দ্র ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ৮টি গল্পের ৫১টি প্রদর্শনী করেছে। এছাড়া দুরন্ত টিভিতে ‘খাট্টামিঠা’ নামে ৫৭ পর্বের পুতুল নাটক প্রচারিত হয়েছে।
সন্ধ্যার আগ পর্যন্ত চলতে থাকে অনুষ্ঠান। সন্ধ্যার পর আমরা ক্যাম্পাসের বিভিন্ন ধরনের পিঠা দোকান ঘুরে ঘুরে দেখি। তেলে ভাজা, ভাপা, চিতই, পাটিসাপটা ও মাংসের পিঠা পাওয়া গেলো। সন্ধ্যায় লোকজ গানের সম্রাজ্ঞী মমতাজের পরিবেশনা উপভোগ করি কেন্দ্রীয় খেলার মাঠে। দিনভর জাবি’তে জমা হলো মধুর কিছু স্মৃতি।