X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

যে কারণে বিদেশফেরতদের কোয়ারেন্টিনের সময় কমছে

চৌধুরী আকবর হোসেন
২২ এপ্রিল ২০২১, ২২:৩০আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৪:৩২

আকাশ পথে বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার। তবে বিদেশফেরতদের চাপ সামলাতে না পেরে কোয়ারেন্টিনের সময় ১৪ দিনের বদলে ৫ দিন করার চিন্তাভাবনা করছে সরকার। সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তীতে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার বিষয়টি বিবেচনা করে ১৭ এপ্রিল থেকে ৫টি দেশে বিমান চলাচলের বিশেষ অনুমতি দেওয়া হয়। একইসঙ্গে ঘোষণা করা হয়, যারা বিদেশ থেকে আসবেন, তাদের  ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এক্ষেত্রে প্রবাসীরা সরকারি কোয়ারেন্টিন সেন্টারের পাশাপাশি  চাইলে সরকার নির্ধারিত হোটেলেও কোয়ারেন্টিনে থাকতে পারবেন।

সূত্র জানায়, রাজধানীর দিয়াবাড়ি ও হজ ক্যাম্পে সরকারি কোয়ারেন্টিন সেন্টারে আবাসন সুবিধা সীমিত। এ কারণে চাপ সামলাতে বিদেশে বোর্ডিং কার্ড দেওয়ার আগে চেকিং করার সময়ই যাত্রীদের হোটেল বুকিং নিশ্চিত করার জন্য এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক  এবং বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ পৃথক পৃথক বার্তায় এয়ারলাইন্সগুলোকে এই নির্দেশনা দেয়। হোটেল বুকিং না করলে যাত্রীদের বোডিং কার্ড না দেওয়ার জন্য বলা হয়। জানা গেছে, বাধ্য হয়েই প্রবাসীরা হোটেল বুকিং দিয়ে দেশে আসছেন। তবে  খরচ বেশি বলে তারা হোটেলের ভাড়া দিতে অপারগতার কথা জানান। এ অবস্থায় বাধ্য হয়ে কোনও কোনও যাত্রীকে হোটেল থেকে হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়।

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে কোয়ারেন্টিনের সময় কমাতে একটি প্রস্তাব এসেছে। বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এখনও চূড়ান্ত হয়নি।’

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শারজাহ বিমানবন্দর থেকে কয়েকজন প্রবাসী জানান, আমরা এ মুহূর্তে শারজাহ এয়ারপোর্টে আছি। হোটেল বুকিং ছাড়া কাউকেই বোডিং পাস দিচ্ছে না। ট্র্যাভেল এজেন্সি থেকে যখন টিকিট করি, তখন তারা বললো— ‘হোটেল বুকিংয়ের প্রয়োজন নেই। আপনি সরকারিভাবে সেনাবাহিনীর অধীনে কোয়ারেন্টিনে থাকতে পারবেন।’ তারা  আরও জানান, আমাদের কাছে হোটেলের খরচ দেওয়ার মতো টাকাও নেই। 

প্রবাসী আহমেদ পাপলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমারা বিপদে পড়েছি, এখন এয়ারপোর্টে। আমার কাছে অতো টাকা নেই। এখন কী করবো, বুঝতে পারছি না।’

এদিকে এয়ারলাইন্সগুলো বলছে, হোটেলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় যাত্রীদের নিয়ে তাদের বিপাকে পড়তে হচ্ছে। অনেকেই হোটেলে থাকতে চান না। তারা সরকারি কোয়ারেন্টিন সেন্টারে যেতে চান। কিন্তু সরকারের তরফ থেকে তথ্য না থাকলে তো আমরা যাত্রীদের বোর্ডিংও করতে পারছি না।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপি’র জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের বয়স হতে হবে সর্বনিম্ন ৪০
এনসিপি’র জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের বয়স হতে হবে সর্বনিম্ন ৪০
অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র
অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র
ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তি চান ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা
ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তি চান ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা
বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’