ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-১) মোহাম্মদ সাইফুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অপর এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এর আগে আন্দোলনের মুখে গত ১৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আবেদন করেন তিনি। আবেদনে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।