X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘ক্যানসারের চিকিৎসা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। ইতোমধ্যে এই খাতে ব্যাপক উন্নতি হয়েছে। বিগত সময়ে ৫০ শয্যার ক্যানসার হাসপাতাল ১০০ শয্যায় রূপান্তরিত হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ‘বিশ্ব ক্যানসার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের নেওয়া জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশের একমাত্র বিশেষায়িত ক্যানসার হাসপাতালটিকে ৩০০ থেকে ৫০০ শয্যায় উন্নিত করার কাজ সম্পন্ন হয়েছে। সংযোজন করা হচ্ছে নতুন উন্নত আধুনিক যন্ত্রপাতি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যেই বিপুল সংখ্যক নতুন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘সরকার একদিকে যেমন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে, তেমনই বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দেশেই বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করছে।’

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে ক্যানসার প্রতিরোধ ও নিরাময়ের উপায় নিয়ে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ডা. মো. জাহাঙ্গীর কবীর বাংলাদেশে ক্যানসার চিকিৎসা বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন এবং দেশের আটটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল স্থাপন ও দেশের একমাত্র বিশেষায়িত ক্যানাসর চিকিৎসাকেন্দ্রকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে বেশি গুরুত্ব দেন।

দেশেই ক্যানসারের সুচিকিৎসা আছে জানিয়ে তিনি অপ্রয়োজনে বিদেশে গিয়ে কষ্টার্জিত অর্থ অপচয় না করার আহ্বান জানান।

ক্যানাসর চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল হওয়ার পরিপ্রেক্ষিতে দেশে ক্যানসার বিমার গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া এই হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের বক্তব্যে নিজ নিজ বিভাগের রোগী সেবার মান এবং সাফল্য তুলে ধরেন।

আলোচনার পর বিশেষ সহকারী ক্যানসার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত ও সেবার মান আধুনিকায়নের লক্ষ্যে নতুন দুটি রেডিওথেরাপি মেশিনের উদ্বোধন করেন। এর আগে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে সকাল ৯টায় সব কর্মকর্তা-কর্মচারির স্বতস্ফুর্ত অংশগ্রহণে এক র‍্যালির আয়োজন করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন– স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। 

/এসও/আরকে/
সম্পর্কিত
সমন্বয়ক পরিচয়ে চিকিৎসককে মারধরের অভিযোগতারাগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ
কারাগারে অসুস্থ সাবেক এমপি নদভী, নেওয়া হলো হাসপাতালে
ঈদমেলায় ফুচকা খেয়ে ১০০ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ