X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

জনস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের বিষয়ে গবেষণা বাড়ানোর তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৫, ১৬:১৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:১৬

দেশের চিকিৎসা ব্যবস্থা ও রোগীদের স্বাস্থ্যসেবার উন্নয়নে পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধ সম্পর্কিত গবেষণা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম।

শনিবার (১১ জানুয়ারি) বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনভেনশন হলে ‘এবিসি অব রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিকস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, আমাদেরকে গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে রোগীদের চাহিদা পূরণ করতে, গবেষণা যাতে পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধ সম্পর্কিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো নলেজ জেনারেট করা। সে জন্য প্রয়োজন গবেষণার। মনে রাখতে হবে, চিন্তাকে স্ট্রাকচারালে রূপান্তর করাই রিসার্চ মেথোডোলজি, যা গবেষণার জন্য অপরিহার্য।

শাহিনুল আলম বলেন, অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হকের এবিসি অব রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিকস বইটিতে ২৬টি চাপ্টার রয়েছে। সারভাইভাল অ্যানালাইসিস-সহ এমন বিষয় রয়েছে, যা প্রমাণ করে বিএসএমএমইউর গবেষণা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি, এই বইটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক। মুখ্য আলোচক অধ্যাপক শুভাগত চৌধুরীর লিখিত বক্তব্য পাঠ করে শোনান রেসিডেন্ট ডা. শরিফ আল-নূর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুব মোতানাব্বী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে আটক করতে হাসপাতালের কক্ষ ঘেরাও
সর্বশেষ খবর
ওয়ারীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ওয়ারীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক
বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক
সোমবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা
সোমবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা
মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে: প্রধান উপদেষ্টা
মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে: প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি