স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. মো. টিটো মিয়াঁসহ তিন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। অন্য দুই কর্মকর্তা হলেন- অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ এবং অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. কামরুল ইসলাম। তাদের ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে-শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গতকাল নিজের অব্যাহতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন অধ্যাপক ডা. টিটো মিয়া। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি অব্যাহতির আবেদন করেন।