X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আঁখির মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৯:০৭আপডেট : ১৯ জুন ২০২৩, ১৯:০৭

‘ভুল চিকিৎসায়’ নবজাতক মৃত্যুর পর প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনা তদন্তে সাত সদস্যের  কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৯ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘সেন্ট্রাল হাসপাতালে একটি ঘটনা হয়েছে, যার জন্য আমরা খুবই দুঃখিত। রোগী মারা গেছেন, শিশু মারা গেছে। তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। সেখানে যদি কোনও চিকিৎসক অনিয়ম করে থাকেন, তাহলে আমাদের দেশে যে আইনি ব্যবস্থা আছে, তা প্রয়োগ করা হয়েছে এবং প্রয়োগ করা হবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা অন্যায়কে কখনও প্রশ্রয় দেবো না। যদি কোনও ভুল হয়ে থাকে, তার জন্য ব্যবস্থা রয়েছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব দুটোই আমরা খতিয়ে দেখবো। এরইমধ্যে আমাদের  একটি সাত সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা সেন্ট্রাল হাসপাতালে আবারও যাবেন। ঘটনার পূর্ণ রিপোর্ট দেবেন। চিকিৎসকের কী ভুল ছিল, অন্যান্য যারা কাজ করেছেন, তাদের কী ভুল ছিল, প্রতিষ্ঠানের কী ভুল ছিল— সেই বিষয়ে রিপোর্ট করবে। খুব দ্রুত আমরা রিপোর্ট দিতে বলেছি। রিপোর্ট পাওয়ার পর আমরা যা যা ব্যবস্থা নেওয়ার নেবো।’

প্রসঙ্গত, গত ৯ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রসব ব্যথা ওঠায় মাহবুবা রহমান আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করানো হয়। পরে গত ১৪ জুন (বুধবার) সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসা’ ও কর্তৃপক্ষের ‘প্রতারণা’র অভিযোগ তোলেন তার স্বামী ইয়াকুব আলী। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও।

আরও পড়ুন:

সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধের নির্দেশ 

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক কারাগারে

নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের দায় স্বীকার

সেন্ট্রাল হাসপাতালের সেই প্রসূতির মৃত্যু

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
শ্রীপুরে নির্মাণাধীন বাড়ির সানসেট ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত