X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

শিশুদের ক্যানসার বেশিরভাগ ক্ষেত্রেই নিরাময়যোগ্য!

সাদ্দিফ অভি ও জুবায়ের আহমেদ
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০

সাত বছর বয়সী শিশু আমেনা। দুই বছর আগে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। কুষ্টিয়ার চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন। এরপর তার বাবা তাকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার দুইবার অস্ত্রোপচার হয়। এরপর এক মাসে বেশ কয়েকটি রেডিওথেরাপি দেওয়া হয়। এই চিকিৎসার পর দুই বছর আমেনা সুস্থ ছিল। এরপর আবার অসুস্থ হলে আরও দুইবার কেমোথেরাপির প্রয়োজন হয় বলে জানান তার বাবা।

বিশেষজ্ঞদের মতে, সুনির্দিষ্ট কোনও কারণ না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জেনিটিক্যাল কারণ, ভাইরাস, খাবারে টক্সিনের উপস্থিতি, কেমিক্যালস, পরিবেশগত সমস্যায় শিশুদের ক্যানসার হয়। তবে আশার কথা হচ্ছে, প্রাথমিকভাবে এ রোগ শনাক্ত করা গেলে বেশিরভাগ শিশুরই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুদের ক্যানসার মোকাবিলায় সবার আগে সচেতনতা বাড়াতে হবে।

আজ ১৫ ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যানসার দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর প্রায় চার লাখ শিশু ক্যানসারে আক্রান্ত হয়। উচ্চ আয়ের দেশগুলোতে ক্যানসার আক্রান্ত শিশুর নিরাময় হওয়ার হার ৮০ শতাংশ হলেও নিম্ন আয়ের দেশগুলোতে তা ৩০ শতাংশের নিচে। বাংলাদেশে কী পরিমাণ শিশু ক্যানসার আক্রান্ত হয় প্রতিবছর, তার সঠিক পরিসংখ্যান নেই। তবে চিকিৎসকদের ধারণা, ছয় থেকে সাত হাজার শিশু প্রতি বছর আক্রান্ত হয় ক্যানসারে।

তবে ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসারের দেওয়া তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর ৯ থেকে ১২ হাজার শিশু ক্যানসারে আক্রান্ত হয়। এরমধ্যে কেবল এক-তৃতীয়াংশ শিশু চিকিৎসা সেবা পেয়ে থাকে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু রক্তরোগ এবং ক্যানসার বিভাগের তথ্য মতে, বাংলাদেশে শিশুদের ক্যানসারের ক্ষেত্রে লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের সংখ্যাই বেশি। তবে শিশুদের ব্লাড ক্যানসার ছাড়াও ব্রেইন টিউমার, নিউরোব্লাস্টোমা, চোখের টিউমার বা রেটিনোব্লাস্টোমা, যকৃতের টিউমার বা হেপাটোব্লাস্টোমা, কিডনির টিউমার বা নেফ্রোব্লাস্টোমা, হাড়ের টিউমার বা অস্টিওসারকোমা, মাংসপেশির টিউমারসহ আরও বিভিন্ন রকম ক্যানসার প্রতিনিয়ত ধরা পড়ছে।

ছেলে সাব্বিরকে চিকিৎসা করাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিএসএমএমইউ-তে এসেছেন হাসিনা বেগম। তারা ছেলের গলায় পেয়ারার বিচি আটকে টনসিলের মতো হয়ে গিয়েছিল। ঢাকার নাক কান গলা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গলার মাংস নিয়ে বায়োপসি করা হলে ধরা পড়ে ক্যানসারের লক্ষণ আছে। এরপর বিএসএমএমইউ হাসপাতালে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেয় চারটি কেমোথেরাপি দেওয়ার। বর্তমানে তৃতীয় কেমোথেরাপি চলছে তার।

চিকিৎসকদের মতে, বর্তমানে শিশু ক্যানসার এবং রক্তরোগ বিভাগ দেশের প্রায় প্রতিটি পুরোনো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু আছে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিশুদের রক্তরোগ ও ক্যানসার চিকিৎসায় বিশেষজ্ঞদের উপযুক্ত চিকিৎসা পাচ্ছে। বর্তমানে আধুনিক চিকিৎসা বাস্তবায়নের ফলে শিশু ক্যানসার রোগীদের অধিকাংশই সম্পূর্ণ সুস্থ হয়। দেশে বর্তমানে প্রায় ১০ হাজার ক্যানসার আক্রান্ত শিশু সম্পূর্ণ রোগমুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। এই সফলতার হার আরও বৃদ্ধির জন্য সবাইকে নিজ নিজ ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে।

বিএসএমএমইউর শিশু রক্তরোগ এবং ক্যানসার বিভাগ ১৯৯৩ সাল থেকে কাজ করছে। বাংলাদেশে শিশু রক্তরোগ এবং ক্যানসার চিকিৎসার আধুনিকায়ন ও উন্নত বিশ্বের সঙ্গে সমন্বয় করে প্রায় সব ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছে বলে জানায় এই বিভাগ। সেখানে উন্নত বিশ্বের, বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চিকিৎসকদের ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি বা প্রটোকলে ব্যবহৃত মেডিসিনসহ প্রায় সব চিকিৎসা বিদ্যমান আছে এবং এসব চিকিৎসা পদ্ধতির সফল প্রয়োগ চলছে বলেও জানানো হয়েছে। এই বিভাগে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ক্যানসার নির্ণয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সর্বাধুনিক পরীক্ষা অত্যন্ত স্বল্প খরচে করা যায়। ফলে দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করা যাচ্ছে।

বিএসএমএমইউ শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের দেশে প্রতি বছর প্রায় ছয় থেকে আট হাজার নতুন শিশু ক্যানসারে আক্রান্ত হয়। যদিও এটি পরিসংখ্যান অফিসিয়াল নয়, আমরা কাজ করতে করতে বুঝেছি। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ব্লাড ক্যানসারে। শিশুদের যেসব ক্যানসার হয় সেগুলোর অধিকাংশ নিরাময়যোগ্য। অর্থাৎ ৭০- ৮০ শতাংশ ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।

তিনি আরও বলেন, ক্যানসারের চিকিৎসা সারা পৃথিবীতেই একই নিয়মে হচ্ছে। বর্তমানে জনমুখী স্বাস্থ্যনীতির কারণে ক্যানসার চিকিৎসার ওষুধ সারা দেশেই পাওয়া যাচ্ছে। আমাদের ওষুধ শিল্প এমনভাবে বিকশিত হয়েছে, অধিকাংশ ওষুধ দেশে তৈরি হয়। কিছু কিছু ওষুধ বাইরে থেকে আনতে হয়। শিশুদের ক্যানসার ওষুধে নিরাময় করা যায়। অধিকাংশ রোগী ভালো হয়ে যায় যদি তারা চিকিৎসা সময়মতো শুরু করে আর চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখে।

তিনি বলেন, বাংলাদেশে বিএসএমএমইউ-তে শিশুদের ক্যানসার চিকিৎসা সর্বপ্রথম শুরু হয়। শিশুদের ক্যানসার চিকিৎসার পাশাপাশি এই বিভাগ এমডি কোর্স চালু করায় উপযুক্ত বিশেষজ্ঞের সংখ্যাও বাড়ছে। এর মাধ্যমে সারা দেশে এখান থেকে প্রশিক্ষণ এবং ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকরা সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। শিশু ক্যানসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় লোকবল তৈরি হয়ে গেছে, বর্তমানে ৪৭ জন শিশু ক্যানসার ও রক্তরোগ বিশেষজ্ঞ তৈরি হয়ে গেছেন। এই চিকিৎসায় এখন ঢাকা মেডিক্যাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল, সিলেট মেডিক্যাল, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে বিশেষজ্ঞ আছেন। আর রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে।

চিকিৎসকদের মতে, শিশুদের সঠিক চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবার, যেমন- পালং শাক, ব্রকোলি, ডিমের কুসুম, মটরশুটি, কলিজা, মুরগির মাংস, কচুশাক, কলা, মিষ্টি আলু, কমলা, শালগম, দুধ, বাঁধাকপি, বরবটি, কাঠবাদামের মতো ক্যালসিয়াম, পটাসিয়াম ও আয়রনসমৃদ্ধ খাবার খাওয়াতে হবে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সমন্বয়ক পরিচয়ে চিকিৎসককে মারধরের অভিযোগতারাগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ
কারাগারে অসুস্থ সাবেক এমপি নদভী, নেওয়া হলো হাসপাতালে
ঈদমেলায় ফুচকা খেয়ে ১০০ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত