X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
বাণিজ্য যুদ্ধ তীব্রতর

সংক্রমণের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১৬:৪২আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৬:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা একটি পরিবর্তনশীল সময়ের মধ্যে আছি। কারণ আমরা আমেরিকায় সম্পদ ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিচ্ছি। ট্রাম্প তার প্রশাসনের কিছু নীতির পরিবর্তনের পর মার্কিন অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে রবিবার (৯ মার্চ) এমন মন্তব্য করেছেন। তবে তিনি এই বছর মার্কিন অর্থনীতিতে মন্দার পূর্বাভাস দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্পের বাণিজ্য নীতির পরিবর্তনের ফলে মার্কিন বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এছাড়াও চীন তাদের কৃষিপণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে, যা মার্কিন কৃষকদের ওপর প্রভাব ফেলতে পারে।

অবশ্য এই বছর মন্দার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সংক্রমণের সময়কাল’ চলছে।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অবশ্য জোর দিয়ে বলেছেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে কোনও সংকোচন হবে না। তবে স্বীকার করেছেন যে, ট্রাম্প প্রশাসনের নতুন ‘পালটা শুল্ক’ নীতির ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে। তবে এটি দীর্ঘমেয়াদে আমেরিকার জন্য লাভজনক হবে বলে তিনি আশা করছেন তিনি।

চীনের শুল্কের প্রতিক্রিয়ায় কানাডা এবং মেক্সিকো তাদের নিজস্ব পালটা শুল্ক আরোপ করেছে, যা সোমবার থেকে কার্যকর হচ্ছে। এই বিষয়টি উত্তর আমেরিকায় বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

রবিবার সম্প্রচারিত কিন্তু বৃহস্পতিবার রেকর্ড করা ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্দা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, আমি এ ধরনের ভবিষ্যদ্বাণী করতে ঘৃণা করি। এখানে একটি পরিবর্তনের সময়কাল রয়েছে। কারণ আমরা যা করছি তা খুবই বড়। আমরা আমেরিকায় সম্পদ ফিরিয়ে আনছি। এটা একটা বড় ব্যাপার।

তিনি আরও বলেন, এতে একটু সময় লাগছে। কিন্তু আমার মনে হয় এটা আমাদের জন্য ভবিষ্যতে কল্যাণ বয়ে আনবে।

গত সপ্তাহে আমেরিকা মেক্সিকো এবং কানাডা থেকে আমদানির ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপ করে কিন্তু মাত্র দুই দিন পরেই অনেক পণ্যকে ছাড় দেয়।

আজ সোমবার থেকে চীনে প্রবেশকারী কিছু মার্কিন কৃষিপণ্য - মুরগি, গরুর মাংস, শুয়োরের মাংস, গম এবং সয়াবিন - ১০ থেকে ১৫ শতাংশ নতুন শুল্কের সম্মুখীন হবে।

ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের ওপর একটি সম্পূর্ণ শুল্ক দ্বিগুণ করে ২০ শতাংশ করে। প্রতিক্রিয়ায় বেইজিং যুক্তরাষ্ট্র থেকে কিছু কৃষিপণ্য আমদানির ওপর প্রতিশোধমূলক কর ঘোষণা করেছে।

চীনের পরামর্শক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের কান্ট্রি ডিরেক্টর হান শেন লিন বিবিসির টুডে প্রোগ্রামে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের মধ্যে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে যা প্রমাণ করে যে কোনও পক্ষই সহজে পিছু হটবে না।

/এস/
সম্পর্কিত
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সরকারি কর্মী ছাঁটাই সহজ করতে ট্রাম্পের নতুন উদ্যোগ
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত