X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৬

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফেডেরিকসেন বলেছেন, ‘গ্রিনল্যান্ড বিক্রি হবে না। গ্রিনল্যান্ড এর জনগণের।’ ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করার পরদিন সোমবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি খোলসা করেন ফেডেরিকসেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার পেপালের সহপ্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একটি অপরিহার্য প্রয়োজনীয়তা।

ট্রাম্পের মন্তব্য গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তিনি বলেন, ‘আমরা বিক্রয়ের জন্য নই এবং আমরা বিক্রয়ের জন্য হবও না। আমাদের দীর্ঘ স্বাধীনতার সংগ্রাম হারানো যাবে না। তবে আমাদের অবশ্যই বিশ্বব্যাপী সহযোগিতা এবং বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকতে হবে, বিশেষত আমাদের প্রতিবেশীদের সঙ্গে।’

তবে গ্রিনল্যান্ডের দিকে নজর ট্রাম্পের এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন  ট্রাম্প। ওই সময়‌ও তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ডেনমার্ক।

গ্রিনল্যান্ড স্বশাসিত ডেনিশ অঞ্চল। এখানে গুরুত্বপূর্ণ মার্কিন মহাকাশ কেন্দ্রের অবস্থান। আমেরিকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপটি যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে ছোট রুটে অবস্থিত।এর ৮০ শতাংশ অঞ্চল তুষারাবৃত। মাত্র ৬০ হাজার লোকের বাস এই দ্বীপে।

তবে ট্রাম্পই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছেন। ১৮৬০-এর দশকে তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন প্রথম দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিল।

এদিকে রবিবার অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করে পানামা খালও পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প । এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি।

এর প্রতিক্রিয়ায় পানামার প্রেসিডেন্ট বলেন,খালের প্রতিটি বর্গমিটার এবং এর আশপাশের এলাকা আমাদের দেশের অন্তর্ভুক্ত।

/এস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
সর্বশেষ খবর
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত