X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৫

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয় জন। নিহতদের একজন শিক্ষক ও অপরজন কিশোর শিক্ষার্থী। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় গুলির এ ঘটনা ঘটে। হামলাকারী ১৭ বছর বয়সী এক মেয়ে শিক্ষার্থী বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। ব্রিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যদিও ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস এখনও পর্যন্ত হামলাকারী বা নিহতদের লিঙ্গ পরিচয় প্রকাশ করেনি।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারী গুলি চালানোর আগে অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে উপস্থিত হয়েছিলেন। ঘটনাস্থলে তাকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত বন্দুকধারীও ওই স্কুলেরই শিক্ষার্থী ছিল।

ঘটনাস্থলে আসার পর পুলিশ কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। কোনও পুলিশ কর্মকর্তাকে গুলি চালাতে হয়নি। তবে পুলিশ ওই শিক্ষার্থীর গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানতে পারেনি। নিহতদের নামও প্রকাশ করা হয়নি। হামলাকারী শিক্ষার্থী সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি। তবে সন্দেহভাজনের পরিবার তদন্তে সাহায্য করছে বলে জানিয়েছে।

গোলাগুলি একটি জায়গায় সীমাবদ্ধ ছিল। তবে তা শ্রেণিকক্ষ নাকি হলরুম তা স্পষ্ট নয়।

স্কুলের রিলেশনশিপ ডিরেক্টর বারবারা উইয়ার্স বলেছেন, যে চলতি বছরের শুরুতে স্কুলটিতে শ্যুটিং প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছিল। তবে সোমবার অনুশীলন ছিল না।

তিনি বলেন, শ্রেণিকক্ষের দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বাইরের কেউ প্রবেশ করতে চাইলে তাকে প্রথমে প্রধান ফটক দিয়ে প্রবেশ করার অনুমতি নিতে হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। 

গুলির এ ঘটনাকে ‘মর্মান্তিক ও অকল্পনীয়’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এস/
সম্পর্কিত
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
ক্ষুধার্ত গাজাবাসীদের ভিড় কমিউনিটি কিচেনে, খাবারের জন্য লড়াই
সর্বশেষ খবর
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু