X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের বিরুদ্ধে ‘নির্বাচনি ফল বদলে দেওয়ার চেষ্টা’ মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ০৯:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনি ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলা খারিজ করেছেন ফেডারেল বিচারক। সোমবার (২৫ নভেম্বর) বিচারক তানিয়া চুটকান মামলাটি চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই খারিজ করে দেন। অর্থাৎ অর্থ ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শেষ করার পর মামলাটি আবারও শুরু করা যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। বিচার বিভাগীয় নীতির উল্লেখ করে মামলাটি খারিজ করার আবেদন জানান তিনি। ওই নীতিতে বলা হয়েছে, একজন বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা যাবে না।

সেই সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেটিও খারিজের আবেদন করেন জ্যাক স্মিথ।

এই দুটি মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে এত দিন দুটি মামলাই লড়েছেন জ্যাক স্মিথ।

স্মিথ মামলার আবেদনপত্রে উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, ফেডারেল পর্যায়ে বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং পরবর্তীতে ফৌজদারি মামলা নিষিদ্ধ।‘

অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষের পর বেশ কয়েকটি মামলা করা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। এর মধ্যে সাবেক এক পর্ন তারকাকে ঘুষ দেওয়া সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্তও হয়েছেন তিনি। তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করে এসেছেন, রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

চলতি বছরের শুরুতে তার বিরুদ্ধে প্রায় ১০০টি অপরাধমূলক অভিযোগ ছিল। তবে গ্রীষ্মে সুপ্রিম কোর্ট রায় দেয় যে, প্রেসিডেন্ট থাকাকালীন ‘সরকারি কার্যক্রমের’ জন্য তাকে অভিযুক্ত করা যাবে না।

২০২৪ সালের নির্বাচনে জয়ের পর, প্রায় সব অভিযোগই বাতিল হয়েছে। যদিও জর্জিয়ার একটি রাজ্য মামলা বর্তমানে স্থগিত রয়েছে।

ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা নেওয়ার পরপরই তিনি জ্যাক স্মিথকে অপসারণ করবেন।

২০২২ সালে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের মাধ্যমে তদন্তের দায়িত্ব পান স্মিথ। তিনি আগামী বছর পদত্যাগের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

/এস/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
২৬ নভেম্বর ২০২৪, ০৯:০৬
ট্রাম্পের বিরুদ্ধে ‘নির্বাচনি ফল বদলে দেওয়ার চেষ্টা’ মামলা খারিজ
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত