X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ট্রাম্পকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ইউক্রেনপন্থি কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৯

ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সন্দেহভাজন একজন ইউক্রেনপন্থি কর্মী ছিলেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। তার নাম রায়ান ওয়েসলি রুথ। বয়স ৫৮ বছর। রবিবার (১৫ সেপ্টেম্বর)  ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গলফ মাঠের কাছে গুলি চালান রুথ। এসময় মাঠে খেলছিলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রুথ বিদেশি যোদ্ধাদের ইউক্রেনের যুদ্ধে যোগদানের জন্য নিয়োগ করার চেষ্টা করেছিলেন এবং কিয়েভেও গিয়েছিলেন। তবে তার কোনও সামরিক অভিজ্ঞতা ছিল না।

২০২৩ সালে নিউ ইয়র্ক টাইমসকে রুথ বলেছিলেন, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরু হওয়ার পরপরই কিয়েভ গিয়েছিলেন তিনি। বিশেষ করে আফগান সেনাদের মধ্যে সামরিক নিয়োগকারী খুঁজে বের করার জন্য, যারা তালেবান থেকে পালিয়ে এসেছিল।

প্রাথমিক প্রতিবেদনগুলি থেকে জানা যায়, রুথের অপরাধমূলক রেকর্ড ছিল।

সিবিএস সূত্র অনুসারে, গোপন অস্ত্র বহনসহ তাকে অনেকগুলি অপরাধমূলক অপরাধের জন্য অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত করা হয়েছিল। 

তবে সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কথা বলার সময় রুথের ছেলে তাকে প্রেমময় ও যত্নশীল বাবা হিসেবে বর্ণনা করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন,গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তাঁর বন্দুকের নল দেখতে পান। এরপর তাঁরা অন্তত চারটি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয়। তাঁকে গ্রেপ্তার করা হয়।

শেরিফ উইলিয়াম স্নাইডার বলেন, গ্রেফতারের সময় রুথ শান্ত ছিলেন এবং সামান্য আবেগ দেখান।

/এস/
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত