X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

হামলার পর ট্রাম্প, হ্যারিস, বাইডেনের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গলফ মাঠের কাছে গুলির ঘটনার পর সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো একটি ইমেইলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার আশেপাশে গুলি চলছিল, তবে কোনো গুজব ছড়ানোর আগেই আমি আপনাদের জানাতে চাই যে আমি নিরাপদ এবং সুস্থ আছি! রবিবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তারা ট্রাম্পের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার এক বিবৃতিতে বাইডেন জানান, তিনি তার দলকে নির্দেশ দিয়েছেন যেন ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয় সিক্রেট সার্ভিস।

হামলার পর নিরাপদে আছেন বলে সমর্থকদের জানিয়েছেন ট্রাম্প। ছবি: এপি।

হত্যাচেষ্টার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনও রাজনৈতিক সহিংসতা বা কোনও ধরনের সহিংসতার স্থান নেই। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অক্ষত আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন বলেও উল্লেখ করেছেন।

গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস একটি বিবৃতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে আমি খুশি। আমেরিকায় সহিংসতার কোনও স্থান নেই।

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মার্কিন সিনেটর জেডি ভ্যান্স, গুলির ঘটনার পর ট্রাম্পের সাথে কথা বলেছেন। তিনি জানান, ট্রাম্প ভালো আছেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফের মাঠে খেলছিলেন ট্রাম্প।

সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা বেরি ডোনাডিও বলেছেন, ট্রাম্পের গলফের মাঠে গুলির ঘটনায় একে ৪৭ রাইফেল ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বন্দুকের গুলি বেশ শক্তিশালী। বন্দুকটি দিয়ে ৮০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানা যায়।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়ায় একটি সমাবেশে গুলির ঘটনায় ডান কানে আঘাত পান ট্রাম্প। ওই সময় সমাবেশে অংশগ্রহণকারী সন্দেহভাজন ২০ বছর বয়সী বন্দুকধারী থমাস ক্রুকসকে সিক্রেট সার্ভিসের স্নাইপারদের পাল্টা গুলিতে নিহত হন।

এই হামলার ঘটনাটি ছিল চার দশকের মধ্যে কোনও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর ওপর প্রথম গুলিবর্ষণের ঘটনা। এই ঘটনায় নিরাপত্তার ত্রুটির দায় নিয়ে কিম্বারলি চিটলকে সিক্রেট সার্ভিসের প্রধানের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল।

ওই সময় সিক্রেট সার্ভিসের নতুন ভারপ্রাপ্ত পরিচালক নিরাপত্তার ত্রুটির জন্য তিনি লজ্জিত বলে জানিয়েছিলেন।

/এস/
সম্পর্কিত
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সরকারি কর্মী ছাঁটাই সহজ করতে ট্রাম্পের নতুন উদ্যোগ
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত