X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কাবুল বিমানবন্দরে হামলা: মূলহোতাকে হত্যা করেছে তালেবান, জানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩, ১৮:১১আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৮:১১

কাবুল বিমানবন্দরে ২০২১ সালের আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর এক শীর্ষ নেতাকে হত্যা করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী। ঘটনাটি বেশ কিছু দিন আগে ঘটলেও বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে সময় লেগেছে বলে জানান মার্কিন কর্মকর্তারা। বোমা হামলায় নিহত মার্কিন সেনাদের পরিবারকে সোমবার ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়। এই বিষয়ে তালেবানের কোনও বক্তব্য জানাতে পারেনি পশ্চিমা সংবাদমাধ্যম। বুধবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা ঘটে। সেই ভয়াবহ বোমা হামলায় আফগানিস্তানের প্রায় ১৭০ বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন। এ আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাকারী ছিল আইএস গোষ্ঠীর এক শীর্ষ নেতা। তবে এখনও সেই জঙ্গী নেতার নাম প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অঞ্চলটির পর্যবেক্ষণের মাধ্যমে আইএস নেতার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন মার্কিন কর্মকর্তারা। তবে বোমা হামলার পরিকল্পনাকারী যে সেই ব্যক্তি, তা কীভাবে জানা গেলো, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা।

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এই ব্যক্তিই বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী। এ বিষয়ে সরকার নিশ্চিত।’

মঙ্গলবার রাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন একটি বিবৃতি প্রকাশ করে আইএস নেতার নিহতের কথা জানিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, হত্যা অভিযানে যুক্তরাষ্ট্রের কোনও অংশগ্রহণ ছিল না।

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, এপ্রিলের শুরুর দিকেই আইএস নেতার মৃত্যুর খবর পায় যুক্তরাষ্ট্র। তবে তিনি তালেবানদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় নাকি তাকে খুঁজে বের করে মেরে ফেলা হয়, এ বিষয়টি এখনও স্পষ্ট নয়। এছাড়া যুক্তরাষ্ট্র কীভাবে তার পরিচয় নিশ্চিত হলো এবং হামলায় তার ভূমিকা কেমন ছিল তাও বিস্তারিত কিছু জানানো হয়নি।

আফগানিস্তানে সক্রিয় আইএস জঙ্গিরা ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্স বা আইএস-কে নামে পরিচিত। কাবুলে ক্ষমতাসীন তালেবানের সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক রয়েছে জঙ্গি গোষ্ঠীর।

পশ্চিমা নাগরিকদের আইএস হামলার আশঙ্কায় বিমানবন্দরটি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরই সেখানে বোমা হামলা হয়। কাবুল বিমানবন্দরের আবে গেইটে ২০২১ সালের ২৬ আগস্ট ঘটনাটি ঘটে। তালেবানরা কাবুল দখল করলে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আশায় অসংখ্য আফগান ভীড় করেছিলেন বিমানবন্দরটিতে।

বোমা হামলার কিছুদিন পরই আত্মঘাতী বোমা বহনকারী একজনকে লক্ষ্য করে কাবুলে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। সাত শিশুসহ এতে প্রায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হন। পরে হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখপ্রকাশ ও ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং মার্কিন-সমর্থিত কাবুল সরকারের পতনের পর ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপর থেকেই দেশটিতে ইসলামি শাসন চালু করে তালেবান প্রশাসন। শুরু থেকেই আফগান নারীদের কোণঠাসা করে রেখেছে তালেবান সরকার। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ থেকে শুরু করে এনজিওতে কাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা। এসব পদক্ষেপে সমালোচনার ঝড় উঠে পশ্চিমা বিশ্বে। তালেবান প্রশাসনকে কঠোরভাবে সতর্কও করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: বিবিসি

/এটি/এএ/
সম্পর্কিত
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সরকারি কর্মী ছাঁটাই সহজ করতে ট্রাম্পের নতুন উদ্যোগ
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত