X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

৬ বছরের শিক্ষার্থীর গুলিতে আহত শিক্ষিকা: ৪২১ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ১৮:৩৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৮:৩৮

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছয় বছর বয়সী শিক্ষার্থীর গুলিতে আহত এক শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলার (প্রায় ৪২১ কোটি ৩৭ লাখ টাকা*) ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করেছেন। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সতর্কতা সংকেত উপেক্ষা করার জন্য গুরুতর অবহেলার অভিযোগ এনেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সোমবার এই মামলাটি দায়ের করেছেন আবিগাইল আবি জুয়েরনার (২৫)। চলতি বছরের ৬ জানুয়ারি তিনি হাতে ও বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর তাকে দুই সপ্তাহ হাসপাতালে থাকতে হয়। এ সময় তাকে চার বার অস্ত্রোপচার করা হয়।

ঘটনাটি ঘটে নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারিক স্কুলে। স্কুল ব্যাগের ভেতরে ছয় বছর বয়সী এক শিক্ষার্থী পিস্তল নিয়ে আসে।

অজ্ঞাত ছেলের গুলিতে আহত হওয়ার পর জুয়েরনার অপর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নিজের জন্য সহযোগিতা চান।

ওই ঘটনার পর স্থানীয় পুলিশ প্রধান বলেছিলেন, তিনি (জুয়েরনার) একজন বীর।

তদন্তে জানা গেছে, শিশুটি মায়ের অস্ত্র স্কুলে নিয়ে গিয়েছিল। এটি বৈধভাবে কেনা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ পরে মেটাল ডিটেক্টর স্থাপনের সিদ্ধান্ত নেয়। সুপারকে বরখাস্ত করা হয়। পদত্যাগ করেন সহকারী অধ্যাপক। কিন্তু ওই শিশু বা অপর কারও বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

অভিযোগে জুয়েরনার উল্লেখ করেছেন, তাকে গুলি করা শিশুটিই গত বছর তার কিন্ডারগার্টেনের শিক্ষককে গলা চেপে ধরেছিল। এতে আরও বলা হয়েছে, শিশুটি বেল্ট হাতে অপর শিশুদের তাড়া করত। গুলি করার দুই দিন আগে জুয়েরনার ক্লাসে টেবিলে বসা ছিলেন। শিশুটি শিক্ষকের মোবাইল ফোন নিয়ে মেঝেতে আছাড় মারে। এই ঘটনায় তাকে একদিনের জন্য স্কুল থেকে বরখাস্ত করা হয়।

শিশুটির পরিবার বলছে, তার প্রতিবন্ধকতা রয়েছে এবং একজন অভিভাবকের উপস্থিতি ছাড়া খুব কম স্কুলে হাজির হত।

জুয়েরনার স্থায়ী শারীরিক আঘাত, শারীরিক ব্যথা, মানসিক যন্ত্রণা, উপার্জন হারানো ও অপর ক্ষতির ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন।

মার্চ মাসে টেলিভিশনে একটি অনুষ্ঠানে জুয়েরনার বলেছেন, আমি ভেবেছিলাম মরে গেছি।

এই মামলার বিষয়ে নিউপোর্ট নিউজ স্কুল বোর্ডের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

* ১ মার্কিন ডলার=১০৫ টাকা হিসাবে।

/এএ/
সম্পর্কিত
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
খনিজসম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা
যুক্তরাষ্ট্রকে ঠেকাতে বিশ্বকে পাশে টানতে চাচ্ছেন শি, সতর্ক দেশগুলো
সর্বশেষ খবর
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেফতার
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেফতার
সর্বাধিক পঠিত
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ