X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
কানাডার নির্বাচনে নাটকীয় জয় লিবারেল পার্টির

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক শেষ: মার্ক কার্নি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:০৪

কানাডার ফেডারেল নির্বাচনে নাটকীয় জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থি লিবারেল পার্টি। সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনে জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্যযুদ্ধ। বিজয় ভাষণে কার্নি বলেন, আমেরিকার সঙ্গে আমাদের পুরোনো সম্পর্ক-যেটি ক্রমাগতভাবে একীভূত হওয়ার ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল, তা শেষ।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে তিনি ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার জন্য যে সংখ্যাগরিষ্ঠ সরকার চেয়েছিলেন, তা অর্জন করতে পারেননি।

‘মার্কিন নেতৃত্বাধীন উন্মুক্ত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা, যেটির ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কানাডা নির্ভর করে এসেছে—যেটি নিখুঁত না হলেও আমাদের বহু দশক ধরে সমৃদ্ধি এনে দিয়েছে—এখন সেটিও শেষ।’

‘এগুলো কেবল দুঃখজনক ঘটনা নয়, এটাই এখন আমাদের নতুন বাস্তবতা।’

কার্নি জানান, সামনের মাসগুলো হবে কঠিন এবং এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক পূর্বাভাসে দেখা গেছে, লিবারেলরা এখন পর্যন্ত ১৬৭টি নির্বাচনি আসনে এগিয়ে রয়েছে। আর কনজারভেটিভরা পেয়েছে ১৪৫টি। ভোট গণনা এখনও চলমান। কানাডার হাউজ অব কমন্সে মোট ৩৪৩টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১৭২টি আসনে জয় দরকার।

জনমত জরিপ সংস্থা অ্যাঙ্গাস রেইড ইনস্টিটিউটের প্রেসিডেন্ট শাচি কার্ল রয়টার্সকে বলেন, এই লিবারেল বিজয়ের পেছনে তিনটি প্রধান কারণ ছিল। প্রথমত, যে কোনও কিছু কিন্তু কনজারভেটিভ নয়- মনোভাব। দ্বিতীয়ত, ট্রাম্পের শুল্ক হুমকি এবং তৃতীয়টি ছিল ট্রুডোর বিদায়—যার ফলে অনেক মধ্য-বামপন্থি ও ঐতিহ্যবাহী লিবারেল ভোটার আবার দলে ফিরে আসেন।

কার্নি ওয়াশিংটনের সঙ্গে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে।

ডানপন্থি কনজারভেটিভ পার্টিও নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো করেছে। তারা ৯ বছরের লিবারেল শাসনের পর পরিবর্তনের ডাক দিয়েছিল। 

তবে কানাডায় সংখ্যালঘু সরকার সাধারণত ২ থেকে আড়াই বছরের বেশি স্থায়ী হয় না।

কনজারভেটিভ নেতা পিয়েরে পয়েলিয়েভ্রে লিবারেলদের কাছে পরাজয় স্বীকার করে বলেন, তার দল সরকারকে জবাবদিহির মধ্যে রাখবে।

এই ফলাফল লিবারেলদের জন্য একটি তাৎপর্যপূর্ণ প্রত্যাবর্তন। কারণ জানুয়ারিতে তারা ২০ পয়েন্ট পিছিয়ে ছিল। এরপর ট্রুডো পদত্যাগ করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক ও দখলের হুমকি দিয়ে নির্বাচনের কেন্দ্রে উঠে আসেন।

কার্নি বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় আমাদের জমি, আমাদের সম্পদ, আমাদের পানি, আমাদের দেশ। এগুলো কোনও ফাঁকা হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভাঙার চেষ্টা করছেন, যাতে আমেরিকা আমাদের অধিকার করতে পারে। তা কখনও, কখনোই হবে না।’

গত সপ্তাহে ট্রাম্প বলেন, তিনি কানাডিয়ান নির্মিত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন, কারণ আমেরিকা সেগুলো চায় না। এর আগে তিনি বলেছিলেন, অর্থনৈতিক বলপ্রয়োগের মাধ্যমে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করা হবে।

কার্নি জোর দিয়ে বলেন, তিনি অর্থনৈতিক ইস্যুতে দক্ষ নেতৃত্ব দিতে পারেন। বিপরীতে পয়েলিয়েভ্রে জীবনযাত্রার ব্যয়, অপরাধ এবং গৃহনির্মাণ সংকট নিয়ে প্রচার চালান।

অথচ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তা শুরু হওয়ার আগে জরিপে প্রতিদ্বন্দ্বী পিয়েরে পলিয়েভরের কনজারভেটিভ পার্টি থেকে সামান্য পিছিয়ে ছিল কার্নির লিবারেল দল। ট্রাম্প কানাডাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলা শুরু করলে কানাডীয়দের মধ্যে দেশপ্রেমের জোয়ার ওঠে এবং জরিপের পূর্বাভাসে হঠাৎ বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা দেয়।

লিবারেল পার্টি কানাডার সর্বশেষ দল, যারা ২০০৪ সাল থেকে পর পর চারটি নির্বাচন জিতেছে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
গাজায় ত্রাণ বন্ধের অভিযোগবিশ্ব আদালতের শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল
সর্বশেষ খবর
যুবদল নেতার নেতৃত্বে নাগরিক পার্টির শ্রমিক সমাবেশে হামলা, আহত ১০
যুবদল নেতার নেতৃত্বে নাগরিক পার্টির শ্রমিক সমাবেশে হামলা, আহত ১০
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটি’র বক্তব্য
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটি’র বক্তব্য
আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত
আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন