X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

কানাডায় প্রথম এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, ১৩:৩০আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৩:৩০

কানাডায় প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে এইচ৫ বার্ড ফ্লুর মানব সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পশ্চিমাঞ্চলে এক কিশোর এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রদেশের পক্ষ থেকে জানানো হয়েছে,ওই কিশোর সম্ভবত একটি পাখি বা প্রাণী থেকে এই ভাইরাসে সংক্রমিত হয়েছে এবং বর্তমানে শিশুদের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণের উৎস এবং কিশোরের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত চালানো হচ্ছে।

কানাডার স্বাস্থ্যমন্ত্রী মার্ক হল্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, জনসাধারণের জন্য ঝুঁকি এখনও কম।

এক বিবৃতিতে ব্রিটিশ কলাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তা বনি হেনরি বলেন, ‘এটি একটি বিরল ঘটনা। আমরা এখানে এইচ৫ বার্ড ফ্লু সংক্রমণের উৎস সম্পূর্ণরূপে বোঝার জন্য গভীরভাবে তদন্ত করছি।’

এইচ৫ বার্ড ফ্লু বন্য পাখিদের মধ্যে বিশ্বব্যাপী বিস্তৃত এবং এটি পোল্ট্রি ও মার্কিন গরুর খামারে প্রাদুর্ভাব ঘটাচ্ছে। সম্প্রতি মার্কিন গরু ও পোল্ট্রি কর্মীদের মধ্যে কয়েকটি মানব সংক্রমণের ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে যদি এমনটি ঘটে তাহলে  মহামারি দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নভেম্বরের শুরুর দিকে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বার্ড ফ্লুতে আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা খামার কর্মীদের, এমনকি লক্ষণ না থাকলেও ভাইরাস পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।

মার্চ থেকে বার্ড ফ্লুতে ১৫টি মার্কিন রাজ্যের প্রায় ৪৫০টি গরুর খামার সংক্রমিত হয়েছে। এপ্রিল থেকে ৪৬টি মানব সংক্রমণের ঘটনা শনাক্ত করেছে সিডিসি।

কানাডায় অক্টোবর থেকে ব্রিটিশ কলাম্বিয়ায় অন্তত ২২টি সংক্রমিত পোল্ট্রি খামার শনাক্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত গরুর ক্ষেত্রে কোনও সংক্রমণ পাওয়া যায়নি।

/এস/
সম্পর্কিত
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
ক্ষুধার্ত গাজাবাসীদের ভিড় কমিউনিটি কিচেনে, খাবারের জন্য লড়াই
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু